দুইটি বৃত্ত পরস্পরকে অন্ত:স্পর্শ করলে বৃহত্তম বৃত্তটির ব্যাসার্ধ 6 সে.মি. এবং কেন্দ্রদ্বয়ের দূরত্ব 2 সে.মি. অপর বৃত্তের ব্যাসার্ধ কত?
A 2 সে.মি.
B 4 সে.মি.
C 6 সে.মি.
D 8 সে.মি.
Solution
Correct Answer: Option B
দেওয়া আছে,
একটি বৃত্তের ব্যাসার্ধ = 6 সে.মি
কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব = 2 সে.মি
∴ অপর বৃত্তের ব্যাসার্ধ = (6 - 2)সে.মি
= 4 সে.মি