একটি চাকার ব্যাস 4.2 মিটার। চাকাটি 330মিটার পথ অতিক্রম করতে কতবার ঘুরবে?
Solution
Correct Answer: Option C
চাকার ব্যাস = ৪.২ মিটার;
ব্যাসার্ধ = (৪.২/২)=২.১ মিটার
একটি চাকা একবার ঘুরলে তার পরিধির সমান দুরত্ব অতিক্রম করে
পরিধি = ২ x π X ব্যাসার্ধ
= ২ x π X ২.১ মিটার
=১৩.১৮৮ মিঃ
তাহলে চাকা ঘুরবে = (৩৩০/১৩.১৮৮) বার
= ২৫ বার