একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 9 সে.মি. হলে এর ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
A 9√3
B 9√3/4
C 3√3/4
D 2√3/4
Solution
Correct Answer: Option B
সমবাহু ত্রিভুজের পরিসীমা = 9 সে.মি.
ত্রিভুজটির এক বাহুর দৈর্ঘ্য = 9/3 সে.মি.
= 3 সে.মি.
ত্রিভুজটির ক্ষেত্রফল,
= (√3/4) × (3)2 বর্গ সেমি
=(√3/4) × 9 বর্গ সে.মি.
= 9√3/4 বর্গ সে.মি.