- বিশ্ব ব্যাংকের প্রতিষ্ঠা হয় ১৯৪৪ সালে ।
- বিশ্বব্যাংক আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয় ২৫ জুন ১৯৪৬।
- বিশ্বব্যাংক একটি আন্তর্জাতিক আর্থিক সংস্থা যা উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ঋণ ও অনুদান প্রদান করে। বিশ্বব্যাংকের আনুষ্ঠানিক লক্ষ্য হল বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন।
- সারা বিশ্বের ১৯০টি (১৮৯টি জাতিসংঘের) সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংস্থা।
- এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, ডিসি।
পাঁচটি প্রতিষ্ঠান নিয়ে বিশ্বব্যাংক গঠিত:
- পুনর্গঠন ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক (International Bank for Reconstruction and Development, IBRD)
- আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (International Development Association, IDA),
- International Finance Corporation (IFC),
- Multilateral Investment Guarantee Agency (MIGA),
- International Centre for Settlement of Investment Disputes (ICSID)।
অন্যদিকে,
» IMF এর পূর্ণরূপ — International Monetary Fund.
» এটি প্রতিষ্ঠা করা হয়৷ ১৯৪৪ সালের ১-২২ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসের মাউস ওয়াশিংটন হোটেলে অনুষ্ঠিত ৪৫টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে গৃহীত চুক্তির মাধ্যেমে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় ২৭ ডিসেম্বর ১৯৪৫।
» এর কার্যক্রম শুরু করে ১ মার্চ ১৯৪৭।
» জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে – ১৫ নভেম্বর ১৯৪৭।
» সদর দপ্তর অবস্থিত— ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
» ১৯১ তম সদস্য দেশ – Liechtenstein