Mr. Sakib purchased 12 mangoes for Tk. 10 and sold 10 mangoes for Tk. 12. What was his profit margin ?
Correct Answer: Option C
Solution:
প্রশ্নে বলা হচ্ছে, সাকিব 12 টি আম 10 টাকায় কিনে 10 টি আম 12 টাকায় বিক্রয় করলে তার শতকরা কত টাকা লাভ থাকবে ?
12টি আমের ক্রয়মূল্য = 10 টাকা
1 টি আমের ক্রয়মূল্য = 10/12 = 5/6 টাকা
আবার, 10টি আমের বিক্রয়মূল্য = 12 টাকা
1টি আমের বিক্রয়মূল্য = 12/10 = 6/5 টাকা
লাভ = \((\frac{6}{5} - \frac{5}{6}) \times 100\% \)
= \((\frac{{36 - 25}}{{30}}) \times 100\% \)
= \((\frac{{11}}{{30}} \times 100)\% \) = 36.67%
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions