একটি ছাত্রাবাসে যতজন ছাত্র থাকে, তাদের প্রত্যেকের মাসিক খরচ তাদের মোট সংখ্যার দশগুণ । ঐ ছাত্রাবাসের সকল ছাত্রের মোট মাসিক খরচ ১২,২৫০ টাকা হলে ঐ ছাত্রাবাসে কতজন ছাত্র থাকে ?
Correct Answer: Option C
Solution:
ধরি, মোট ছাত্র সংখ্যা x জন
প্রত্যেকের মাসিক খরচ = ১০x টাকা
প্রশ্নমতে, ১০x \( \times \) x = ১২,২৫০
=> ১০x2 = ১২,২৫০ => x2 = ১,২২৫
=> x = \(\sqrt {{{35}^{2\;}}} \) x = ৩৫
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions