যে সমাসে সমস্যমান প্রত্যেকটি পদের অর্থের সমান প্রাধান্য থাকে তাকে কোন সমাস বলে?
A দ্বন্দ্ব
B দ্বিগু
C তৎপুরুষ
D বহুব্রীহি
Solution
Correct Answer: Option A
- যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে।
যেমনঃ
- লজ্জা ও শরম =লজ্জাশরম ;
- সাজ ও সজ্জা =সাজসজ্জা ;
- ছাই ও ভস্ম =ছাইভস্ম ;
- গোলা ও গুলি =গোলাগুলি ।