নিচের কোনটি তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ?
A হাত + ল = হাতল
B চল্ + অন্ত = চলন্ত
C রাধ্ + না = রান্না
D কোনোটিই নয়
Solution
Correct Answer: Option A
শব্দে সঙ্গে যে সব প্রত্যয় যোগে নতুন শব্দ গঠিত হয় তাদের তদ্ধিত প্রত্যয় বলা হয়।
যেমনঃ
হাত + ল = হাতল
ফুল + এল = ফুলেল
মুখ + র = মুখর