'নদের চাঁদ' বাগধারাটির অর্থ কী?

A অতি আকাঙ্ক্ষিত বস্তু

B অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি

C অদৃষ্টের পরিহাস

D বিশেষ সম্মানিত ব্যক্তি

Solution

Correct Answer: Option B

• 'নদের চাঁদ' বাগধারাটির অর্থ - অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি বা সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ। 
• আরও গুরুত্বপূর্ণ কিছু বাগধারাঃ 
» উটকো লোক – অচেনা লোক/হঠাৎ অবাঞ্ছিতভাবে এসে
» ঊনকোটি চোষট্টি – প্রায় সম্পূর্ণ।
» ঊনপাঁজুরে – অপদার্থ।
» ঊরুস্তম্ভ – ফোঁড়া জাতীয় রোগ
» ঊর্মিমালী – সমুদ্র
» এলেবেলে – নিকৃষ্ট।
» এক ছাঁচে ঢালা – সাদৃশ্য।
» একাদশ বৃহস্পতি – মহাসৌভাগ্য/ সৌভাগ্যের লক্ষণ।
» একা দোকা – নিঃসঙ্গ

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions