লাবিব, রামিম ও জিদানের বয়সের গড় অপেক্ষা লাবিব, রামিম ও শাফিনের বয়সের গড় ৫ বছর কম। শাফিনের বয়স ২০ বছর হলে জিদানের বয়স কত?
Solution
Correct Answer: Option D
প্রশ্নমতে,
লাবিব, রামিম ও জিদানের বয়সের গড় = (লাবিব + রামিম + জিদান)/৩
লাবিব, রামিম ও শাফিনের বয়সের গড় = (লাবিব + রামিম + শাফিন)/৩
প্রশ্নমতে,
(লাবিব + রামিম + জিদান)/৩ - (লাবিব + রামিম + শাফিন)/৩ = ৫
বা, (লাবিব + রামিম + জিদান - লাবিব - রামিম - শাফিন)/৩ = ৫
বা, জিদান - শাফিন = ৫ × ৩
বা, জিদান - শাফিন = ১৫
বা, জিদান = ১৫ + শাফিন
বা, জিদান = ১৫ + ২০
∴ জিদান = ৩৫
∴ জিদানের বয়স = ৩৫ বছর।