বার্ষিক শতকরা (২৫/% সুদে কত টাকার ৪ বছরের সুদ ১০০ টাকা হবে?
Solution
Correct Answer: Option B
দেওয়া আছে,
সুদের হার, r = (২৫/২)% = ২৫/(২ × ১০০) = ২৫/২০০ = ১/৮
সময়, n = ৪ বছর
সুদ, I = ১০০ টাকা
ধরি,
আসল = P টাকা
আমরা জানি,
I = Pnr
⇒ P = I/(nr)
= ১০০/{৪ × (১/৮)}
= (১০০ × ৮)/৪
= ২০০
∴ আসল ২০০ টাকা।