'আকাশ কুসুম' বাগধারাটির অর্থ কী?
A আকাঙ্ক্ষিত বস্তু
B অপ্রত্যাশিত
C প্রচুর ব্যবধান
D অসম্ভব কল্পনা
Solution
Correct Answer: Option D
'আকাশ কুসুম' বাগধারার অর্থ অসম্ভব কল্পনা।
অন্যদিকে,
আকাশ থেকে পড়া- অপ্রত্যাশিত;
আকাশ পাতাল- প্রচুর ব্যবধান;
ইদের চাঁদ- অতি আকাঙ্ক্ষিত বস্তু।