Solution
Correct Answer: Option C
- সমাহার (সমষ্টি) বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষ্য পদের যে সমাস হয়, তাকে দ্বিগু সমাস বলে।
- দিগু সমাসে সমাসনিষ্পন্ন পদটি বিশেষ্য পদ হয়।
- দিগুসমাসে পরপদের অর্থের প্রাধান্য থাকে।
- যেমন: তিন প্রান্তরের সমাহার = তেপান্তর; পঞ্চ পদের সমাহার = পঞ্চপদ।