Solution
Correct Answer: Option C
- বাংলা ভাষায় এমন কতগুলো অব্যয়সূচক শব্দাংশ রয়েছে, যা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না, এগুলো অন্য শব্দের পূর্বে বসে।
- যেসব অব্যয় ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন নতুন অর্থের সৃষ্টি করে, তাদের উপসর্গ বলে।
- যেমন: 'কাজ' একটি শব্দ। এর আগে 'অ' অব্যয়টি যুক্ত হয়ে নতুন শব্দ 'অকাজ' গঠিত হয়েছে, যার অর্থ নিন্দনীয় কাজ। ফলে, এখানে অর্থের সংকোচন ঘটেছে।