একটি সমিতিতে যতজন সদস্য আছে প্রত্যেকে তত ১৫.০০ টাকা করে চাঁদা দেওয়ায় মোট ৭৩৫ টাকা হলো। সদস্য সংখ্যা কত?
Solution
Correct Answer: Option C
মনেকরি,
সমিতিতে সদস্য সংখ্যা = ক জন
প্রত্যেকে চাঁদা দেয় = ১৫ক টাকা
প্রশ্নমতে,
১৫ক × ক = ৭৩৫
বা, ১৫ক২ = ৭৩৫
বা, ক২ = ৭৩৫/১৫
বা, ক২ = ৪৯
বা, ক২ = ৭২
∴ ক = ৭