দুইটি সংখ্যার অনুপাত ৪ : ৫ এবং তাদের ল.সা.গু. ১৬০ হলে ক্ষুদ্রতর সংখ্যাটি কত?
Solution
Correct Answer: Option A
মনেকরি,
একটি সংখ্যা = ৪ক
অপর সংখ্যা = ৫ক
৪ক ও ৫ক এর ল.সা.গু. = ২০ক
প্রশ্নমতে,
২০ক = ১৬০
বা, ক = ১৬০/২০
∴ ক = ৮
∴ ক্ষুদ্রতর সংখ্যাটি = ৪ × ৮ = ৩২