একটি আয়তক্ষেত্রের পরিসীমা 44 মিটার। এর দৈর্ঘ্য, প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি। উহার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত?
A 2 : 3
B 5 : 6
C 6 : 5
D 13 : 9
Solution
Correct Answer: Option D
আয়তক্ষেত্রের প্রস্থ = x মিটার
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = x + 4 মিটার
প্রশ্নমতে,
2(x + 4 + x) = 44
⇒ 2(2x + 4) = 44
⇒ 2x + 4 = 22
⇒ 2x = 22 - 4
⇒ 2x = 18
∴ x = 9
আয়তক্ষেত্রের প্রস্থ = 9 মিটার
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = 9 + 4 = 13 মিটার
উহার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত = 13 : 9