বাংলাদেশের সর্ববৃহৎ গণহত্যাটি কোথায় হয়?
A আসামদিয়া
B মোহাম্মদপুর বিধবা পল্লী
C চুকনগর
D রায়ের বাজার
Solution
Correct Answer: Option C
- ১৯৭১ সালের ২০ মে খুলনার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের ভদ্রা নদীর তীরে চুকনগরে বাংলাদেশ তথা বিশ্বের সর্ববৃহৎ একক গণহত্যা সংঘটিত হয়।
- পাকিস্তানি বাহিনী এদিন প্রায় ১৩০০০ মানুষকে নির্মমভাবে হত্যা করে।
- হত্যাকাণ্ডে নিহতদের স্মৃতির উদ্দেশ্যে ২০০৬ সালে চুকনগরে একটি স্মৃতিসৌধ স্থাপন করা হয়েছে, যা 'চুকনগর শহিদ স্মৃতিস্তম্ভ' নামে পরিচিত।