Solution
Correct Answer: Option C
- অতিবেগুনী রশ্মি এক ধরনের তড়িৎ চুম্বকীয় বিকিরণ যার তরঙ্গদৈর্ঘ্য দৃশ্যমান আলোর চেয়ে ছোট এবং রঞ্জন রশ্মির চেয়ে বড়।
- এর তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা 5 × 10-7m থেকে 6×10-10m।
- কার্বন আর্ক ল্যাম্প, উত্তপ্ত বস্তু ও সূর্য থেকেই এই বিকিরণের উৎপত্তি হয়।
- এটি চুরি নিরোধক অ্যার্লাম (burglar alarm), স্বয়ংক্রিয়ভাবে দরজা খোলার যন্ত্র (automatic door opener) ও কাউন্টারে ব্যবহৃত হয়।
- তাছাড়া এ রশ্মি ত্বকের ক্যান্সার, চোখের ছানি ও দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিতে পারে।