কম্পিউটার শব্দের অর্থ কী?

A হিসাবকারী যন্ত্র

B গণনাকারী যন্ত্র

C পরীক্ষার যন্ত্র

D বিমান চালানোর যন্ত্র

Solution

Correct Answer: Option B

- Compute শব্দের অর্থ গননা করা এবং Computer শব্দের অর্থ গণনাকারী।
- অর্থাৎ কম্পিউটার হলো গাণিতিক ও যুক্তিমূলক সমস্যা সমাধানের জন্য তৈরি একটি ইলেকট্রনিক যন্ত্র।
- এটি যোগ, বিয়োগ, গুণ, ভাগ প্রভৃতি গাণিতিক কাজ অতি দ্রুত গতিতে ও নির্ভুলভাবে করতে পারে।
- কম্পিউটারের নিজস্ব কোন চিন্তা- চেতনা, শক্তি বা বুদ্ধি নেই।

- অ্যাবাকাসকে কম্পিউটারের ইতিহাসে প্রথম গণনাযন্ত্র হিসেবে ধরা হয়।
- পৃথিবীর প্রথম পূর্ণাঙ্গ বা সফল ইলেকট্রনিক কম্পিউটার হলো ENIAC.

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions