Solution
Correct Answer: Option D
- ব্যাকটেরিয়া (অণুজীব) মূলত একটি আদি নিউক্লিয়াস বিশিষ্ট এককোষী জীব।
- এরা প্রধানত গোলাকার, লম্বা বা প্যাঁচানো আকৃতির ও ক্লোরোফিলবিহীন।
- ১৬৭৫ সালে নেদারল্যান্ডস এর বিজ্ঞানী এন্টনি ভন লিউয়েন হুক ব্যাকটেরিয়া (অণুজীব) আবিষ্কার করেন। এ জন্য তাকে ব্যাকটেরিওলজির জনক বলা হয়।