গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশের সময় কত ঘণ্টা আগে?
Solution
Correct Answer: Option A
- গ্রীনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশের সময় 6 ঘন্টা আগে।
- গ্রীনিচ মান সময় (GMT) 0° দ্রাঘিমার স্থানীয় সময়।
- বাংলাদেশ 90° পূর্ব দ্রাঘিমায় অবস্থিত।
- প্রতি 1° দ্রাঘিমা পূর্ব দিকে গেলে সময় 4 মিনিট বৃদ্ধি পায়।
সুতরাং, বাংলাদেশের সময় গ্রীনিচ মান সময় থেকে (90° x 4 মিনিট) = 360 মিনিট বা 6 ঘন্টা আগে।