The children were entrusted____ the care of their uncle.
Solution
Correct Answer: Option C
- Entrust শব্দটির অর্থ হলো কোনো কিছুর ভার বা দায়িত্ব বিশ্বস্তভাবে অর্পণ করা।
- যখন কোনো ব্যক্তি বা বস্তুকে কারো যত্ন বা হেফাজতে (care) অর্পণ করা হয়, তখন তার সাথে Preposition হিসেবে 'to' বসে।
- অন্যদিকে, কোনো ব্যক্তিকে কোনো দায়িত্ব (responsibility) বা বস্তু (thing) দিয়ে বিশ্বাস করলে entrust with ব্যবহৃত হয়।
- প্রদত্ত বাক্যে, শিশুদেরকে তাদের চাচার যত্নের অধীনে রাখা হয়েছে বোঝাতে entrust to ব্যবহার করা হয়েছে, যা এখানে সঠিক।