বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সহকারী পরিচালক) - ১৯.০৬.২০২১ (50 টি প্রশ্ন )
অর্থনৈতিক সমীক্ষা- ২০২৩ অনুসারে,
• মোট জনসংখ্যা : ১৬.৯৮ কোটি ।
• জনসংখ্যা বৃদ্ধির হার : ১.৩০%।
• জনসংখ্যার ঘনত্ব (প্রতিবর্গ কিলোমিটার) ঃ ১১৫৩ জন।
• পুরুষ ও মহিলার অনুপাত : ৯৮.১ : ১০০
• সাক্ষরতার হার (৭+বয়স) : ৭৬.৪% (পুরুষ ৭৮.৬%, মহিলা ৭৪.২%) ।
• গড় আয়ু/প্রত্যাশিত আয়ুষ্কাল ৭২.৩ বছর (পুরুষ ৭০.৬,নারী - ৭৪.১)
• মুদ্রাস্ফীতি : ৯.২৪%
• মাথাপিছু আয় :২,৭৬৫ মার্কিন ডলার।
• মাথাপিছু জিডিপি :২,৬৫৭ মার্কিন ডলার।
• দারিদ্র্যের হার : ১৮.৭%
• চরম দারিদ্র্যের হার : ৫.৬০%
• স্বাক্ষরতার হার : ৭৬.৪%
• জিডিপিতে প্রবৃদ্ধির হার : ৬.০৩%
• জিডিপিতে কৃষি খাতের অবদান : ১১.২০%
• জিডিপিতে শিল্প খাতের অবদান : ৩৭.৫৬%
• জিডিপিতে সেবা খাতের অবদান : ৫১.২৪%
খারাপ অর্থনীতি ,মন্দার আশঙ্কা এবং স্টকের মূল্য পতনশীল অবস্থাকে Bearish Market বলে ।এই অবস্থায় বিনিয়োগকারীদের জন্য লাভজনক স্টক ক্রয় করার সঠিক সময় ।অন্যদিকে ,স্টকের মূল্য উচ্চপর্যায়ে যাওয়ার অবস্থাকে Bull Market বলে। এই অবস্থাকে বুলিশ আউটলুকও বলা হয় ।
The three most widely followed indexes in the U.S. are the S&P 500, Dow Jones Industrial Average, and Nasdaq Composite.
১৫ ডিসেম্বর, ১৯৭৩ সালে বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ৭ জনকে বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করেন ।
- এদের মধ্যে সেনাবাহিনী ৩ জন : সিপাহী মোস্তফা কামাল ,সিপাহী হামিদুর রহমান ও ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর ।
- বিমান বাহিনী ১ জন : ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ।
- ইপিআর ২ জন : ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ ও আব্দুর রউফ ।
- নৌ বাহিনী ১ জন : স্কোয়াড্রন ইঞ্জিনিয়ার রুহুল আমিন ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ বা ডিএসই বাংলাদেশের প্রধান ও প্রথম শেয়ার বাজার। দ্বিতীয় শেয়ার বাজার হচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। ডিএসই-এর প্রধান কার্যালয় ঢাকার নিকুঞ্জ এলাকায় অবস্থিত। ১৯৫৪ সালে এটি গঠিত হয়।
উন্নয়ন কর্মকাণ্ডে অর্থায়ন করার লক্ষ্যে সরকার ২৮ ডিসেম্বর ,২০২০ সালে বাজের সুকুক বন্ড ছাড়ে ।এটি শরিয়াভিত্তিক ইসলামি বন্ড ।'সুকুক' আরবি শব্দ ,যার অর্থ হচ্ছে সিলমোহর লাগিয়ে কাউকে অধিকার ও দায়িত্ব দেওয়ার আইনি দলিল ।
১৬ জুন ,২০২১ তারিখে ঋণগ্রস্ত সুদানকে বাংলাদেশ ৬৫ কোটি টাকা অনুদান প্রদান করে ।
✔ পাঁচ, দুই ও এক টাকার নোট সরকারি নোট। এসব নোটে অর্থসচিবের স্বাক্ষর থাকে। এইগুলো বের করে অর্থ মন্ত্রণালয়।
✔ দশ, বিশ, পঞ্চাশ, একশত, দুইশত, পাঁচশত এবং একহাজার টাকার নোট হলো ব্যাংক নোট। এগুলো বের করে বাংলাদেশ ব্যাংক। এসব নোটে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকে।
-IMF এর সদস্য দেশগুলোর সরকারের বৈদেশিক মুদ্রার রিজার্ভের সম্পুরক আন্তর্জাতিক মুদ্রা হিসেবে ১৯৬৯ সালে Special Drawing Rights চালু করা হয়।
-বর্তমানে IMF এর রিজার্ভ মুদ্রা ৫ টি ।
   যথা: ডলার , ইউরো ,পাউন্ড ,ইয়েন ও ইউয়ান ।
-IMF এর সাথে কোন দেশের কেন্দ্রীয় ব্যাংকের লেনদেন এবং ঋণের বিনিময় হিসেবে SDRs ব্যবহৃত হয় ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
অর্থনৈতিক সমীক্ষা -২০২২ অনুসারেঃ
- রেমেটেন্স ঃ ১৫.২৯৯ বিলিয়ন
- বৈদাশিক মুদ্রা ঃ 44.089 বিলিয়ন বা 44089 মিলিয়ন 

ধরি ,x=100
 অতএব ,y=120
অতএব ,y অপেক্ষা x শতকরা কম = (120-100)/120×100%
                                                    =20/120 × 100%
                                                    =16.67%
এখানে b,=√a 
এবং c=a+b =a+√a
এখন,a=25 হলে √a=5
অতএব, c=25+5=30

পণ্যটির প্রকৃত মূল্য =100/(100-24)×912
                             =100/76 ×912
                             =1200


মনে করি ,Orange সিড =x
 অতএব , apple =4x
প্রশ্নমতে,
4x×15%+x×10%=420
বা, (4x×15)/100+(x×10)/100=420
বা, 60x+10x=42000
বা, 70x=42000
অতএব, x =600

মনে করি , মিশ্রণটি x quarts পানি মিশালে কেমিক্যাল ও পানির অনুপাত 3:5 হবে
প্রশ্নমতে ,4/(4+x)=3//5
            বা, 12+3x=20
             বা, 3x=8
             বা, x=8/3


এখানে ,প্রশ্নে চাওয়া হয়েছে ,অপশনগুলোর মধ্যে কোনটির সবচেয়ে বেশি পরিমিত ব্যবধান রয়েছে ।
Standard deviation =Sum of the squares of the differences of each element and mean/number of  elements
a)√{(1-2)²+(2-2)²+(3-2)2/3= √2/3
b)√{(6-8)²+(8-8)²+910-8)²}/3 =√8/3
c)√{(2-4)²+(4-4)²+(6-4)2/3=√8/3
d)√{(4-7)²+(7-7)²+(10-7)2/3 =√18/3
অতএব , সবচেয়ে বেশি পরিমিত ব্যবধানে রয়েছে অপশন ৪


এখানে, ৫, ১২, ১৩ এর মধ্যে ১২ দ্বিতীয় ক্ষুদ্রতম বাহু হওয়ায় ১২ এর বিপরীত দিকের কোণের মানই হবে দ্বিতীয় ক্ষুদ্রতম কোণ।
এখন কোণের মান Φ হল, 
SinΦ = 12/13
⇒ Φ = Sing-1(12/13)
∴ Φ = 67.38
 
তাহলে দ্বিতীয় ক্ষুদ্রতম কোণের মানঃ  67.38

একত্রে করে (36×12)/(36+12)
                 =(36×12)/48
                =9 মিনিটে
প্রথমে 300 মাইল যেতে সময় 300/60=5 ঘণ্টা
অতএব , অবশিষ্ট সময় 7-5=2 ঘণ্টা
এখন 2 ঘণ্টায় যেতে হবে 200 মাইল
অতএব 1  "      "        "200/2মাইল
                                  =100 মাইল
তাহলে Luke -কে 100 মাইল/ঘণ্টা বেগে যেতে হবে

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
দেওয়া আছে ,2x-3y=6
অতএব , 6y-4x=-4x+6y
                           =-2(2x-3y)
                           =-2.6
                          =-12
4x-3y=13...........(i)
5x+2y=-1 .........(ii)
(i)× 2+(ii)× 3
8x-6y=26
15x+6y=-3
____________________
23x=23
∴ x =1
2x-y=10...........i
এবং x/y=3
বা, x=3y

অতএব,(i)
2.3y-y=10
⇒ 6y-y=10
⇒5y=10
⇒ y=2
অতএব , (ii)
 x =3.2=6
5p-3q=42...(i)
5p+3q=18...(ii)
(i)+(ii)
10p=60
∴ p=6
অতএব , (ii) -
     5.6+3q=18
বা,  30+3q=18
বা,  3q=-12
বা,  q=-4
অতএব ,
 ।p। +।q।
=।6।+।-4।                
=6+4=10
এখানে ,
1040k=2×2×2×2×5×13×k
অতএব ,k এর মান 5×3=65 হলে 1040 k সংখ্যাটি একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে
দেওয়া আছে ,
ভাড়াটিয়ার সংখ্যা ঃ স্থানীয় এর সংখ্যা =7:4
মনে করি ,ভাড়াটিয়ার সংখ্যা =7x
এবং স্থানীয় সংখ্যা =4x
অতএব ,মোট= 7x+4x=11x
প্রশ্নমতে ,7x-4x=150
বা 3x=150
বা, x =50
অতএব ,মোট বাসিন্দা =11×50 =550 জন
Abate-কমানো এর antonym হল -Enhance (বাড়ানো /বৃদ্ধি করা )
Decrease-হ্রাস করা
 Deluge -মহাপ্লাবন
Reduce -হ্রাস করা
Adversity -দুর্ভাগ্য
Tip off (বিশেষ তথ্য সরবরাহ করা ) phrase টির অর্থ -Given advance information
Downturn এর Synonym হল -Plunge
Spurt -ছুড়ে দেওয়া
Upsurge -উচ্ছ্বাস
Repulsion -অরুচি

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
Cold shoulder idiom টির অর্থ ignore .
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0