পরবর্তী জীববৈচিত্র্য সম্মেলনের আয়োজনকারক হিসেবে আর্মেনিয়া নির্ধারিত হয়েছে।
- Convention on Biological Diversity (CBD) এর অধীনে অনুষ্ঠিত বিশ্বজুড়ে জীববৈচিত্র্য সম্পর্কিত সম্মেলনগুলি সাধারণত বিভিন্ন দেশ পর্যায়ক্রমে আয়োজন করে থাকে। - জীববৈচিত্র্য বিষয়ক ও জলবায়ু পরিবর্তন বিষয়ক দুটি আন্তর্জাতিক সম্মেলনকেই সংক্ষিপ্তভাবে ‘কপ’ বলা হয়। - জলবায়ু সম্মেলন বিষয়ক ‘কপ’ হচ্ছে ‘কনফারেন্স অব দ্য পার্টিজ টু দ্য ইউএন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ’-এর সংক্ষিপ্ত রূপ। - আর জীববৈচিত্র্য সম্মেলন বিষয়ক ‘কপ’-এর পূর্ণরূপ হচ্ছে, ‘কনফারেন্স অব দ্য পার্টিজ টু দ্য ইউএন কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভারসিটি’। - ১৯৯৪ সালে জীববৈচিত্র্য বিষয়ক কপ-এর প্রথম সম্মেলন (কপ১) নাসাইয়ে (বাহামাসের রাজধানী) অনুষ্ঠিত হয়েছিল। - ২০০০ সালের পর থেকে এটি দুই বছর পর পর অনুষ্ঠিত হওয়ার নিয়ম করা হয়েছে। - জলবায়ু পরিবর্তন বিষয়ক কপ-এর প্রথম সম্মেলন হয়েছিল ১৯৯৫ সালে বার্লিনে (জার্মানি)।
বাংলাদেশের দারিদ্র্যের হার: - বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জানুয়ারি ২০২৫-এ প্রকাশিত ‘বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র ২০২২’-এর মাধ্যমে দেশের সাম্প্রতিক দারিদ্র্য চিত্র উপস্থাপন করেছে। - বর্তমানে বাংলাদেশে দারিদ্র্যের হার ১৯.২%।
• শহর ও গ্রামে দারিদ্র্যের হার: - শহরে: ১৬.৫% - গ্রামে: ২০.৩%
• বিভাগভিত্তিক: - সর্বোচ্চ দারিদ্র্য হার: বরিশাল বিভাগে ২৬.৬% - সর্বনিম্ন দারিদ্র্য হার: চট্টগ্রাম বিভাগে ১৫.২%
• জেলাভিত্তিক: - দেশের মধ্যে সবচেয়ে বেশি দারিদ্র্যের হার মাদারীপুর জেলায়।
- বিবিএস ১৯৭৩ সাল থেকে খানাভিত্তিক আয় ও ব্যয় জরিপ পরিচালনার মাধ্যমে দারিদ্র্য পরিমাপ করে আসছে। - এরই ধারাবাহিকতায়, ২০২২ সালে ১৭তম রাউন্ড পরিচালনা করা হয়। - এই জরিপ ও জনশুমারি ও গৃহগণনার ভিত্তিতে স্মল এরিয়া এস্টিমেশন পদ্ধতি ব্যবহার করে জেলা ও উপজেলা পর্যায়ের দারিদ্র্য হার নির্ধারণ করা হয় এবং একটি দারিদ্র্য মানচিত্র প্রণয়ন করা হয়।
সহযোগিতা: - বিশ্ব ব্যাংক: কারিগরি সহায়তা প্রদান করেছে - বিশ্ব খাদ্য সংস্থা (WFP): আর্থিক সহায়তা প্রদান করেছে।
- ধ্বনি উচ্চারণ করতে যেসব প্রত্যঙ্গ কাজে লাগে, সেগুলোকে একত্রে বাগ্যন্ত্র বলে। - মানবদেহের উপরিভাগে অবস্থিত ফুসফুস থেকে শুরু করে ঠোঁট পর্যন্ত ধ্বনি উৎপাদনে ব্যবহৃত প্রতিটি প্রত্যঙ্গই বাগযন্ত্রের অন্তর্ভুক্ত। - মুখগহ্বরের নিচের অংশে জিভের অবস্থান। - বাগ্যন্ত্রের মধ্যে জিভ সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ। - জিভের উচ্চতা অনুযায়ী, সম্মুখ-পশ্চাৎ অবস্থান অনুযায়ী এবং মুখগহ্বরের বিভিন্ন অংশের সঙ্গে জিভের স্পর্শের প্রকৃতি অনুযায়ী ধ্বনির বৈচিত্র্য তৈরি হয়।
২০২৫ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যোগ দেবেন না বলে জানিয়েছেন। দক্ষিণ আফ্রিকা সরকারের বিতর্কিত ভূমি অধিগ্রহণ আইনকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে.
'Plebiscite' একটি রাজনৈতিক প্রক্রিয়া যা একটি নির্দিষ্ট মামলার ওপর সাধারণ জনগণের সরাসরি ভোট গ্রহণের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি। এটি মূলত কোনো বড় নীতি, আইন বা সরকারী সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জনগণের মতামত জানার জন্য ব্যবহৃত হয়।
- Plebiscite মানে সাধারণত গণভোট বা ভোটাভুটি, যেখানে জনগণ কোনো নির্দিষ্ট বিষয়ের উপর সরাসরি তাদের মতামত জানান। - এটি প্রশাসনিক বা রাজনৈতিক ক্ষেত্রে ব্যবহৃত হয়, বিশেষ করে যখন কোনও দেশের সরকার বিশেষ কোনো গুরুত্ববহ বিষয় জনগণের সামনে নেয়। - মেডিসিন, টেকনোলজি বা আইন নিয়ে এটি সরাসরি সম্পর্কিত নয়, যদিও এর ফলাফল আইন প্রণয়নে প্রভাব ফেলতে পারে। - অতএব, 'Plebiscite' শব্দটি রাজনীতির সঙ্গে সম্পর্কিত।
দেশের আর্থিক লেনদেন পরিচালনার জন্য যেসব ঋণদানকারী আর্থিক প্রতিষ্ঠান স্বল্পমেয়াদী ঋণ হিসেবে অর্থে লেনদেন কার্যক্রম যে বাজারে করে থাকে তাকে Money Market বলে ।মুদ্রা বাজার বিল অব এক্সচেঞ্জ ,প্রতিজ্ঞাপত্র ,ট্রেজারি বিল ও স্বল্পমেয়াদী ঋণ নিয়ে কারবার করে।মুদ্রাবাজারের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান হল বাণিজ্যিক ব্যাংক ও বীমা কোম্পানি ।অন্যদিকে Capital Market দীর্ঘমেয়াদি ঋণের লেনদেন নিয়ে কাজ করে ।এ মার্কেট শেয়ার ডিবেঞ্চার নিয়ে কারবার করে ।Capital Market এর অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান হল বিনিয়োগ ব্যাংক ,শিল্প ব্যাংক ও স্টক এক্সচেঞ্জ প্রভৃতি ।
বিশ্বের মোট ৬০টি দেশে বাংলাদেশের কূটনৈতিক মিশন রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বর্তমানে মোট মিশনের সংখ্যা ৮০টি (সর্বশেষ তথ্যমতে ৮১টি)। এর মধ্যে ৫৭টি হলো দূতাবাস এবং বাকিগুলো হাই কমিশন ও অন্যান্য। এই মিশনগুলো বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ ও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে কাজ করে। ভুল অপশনগুলো কেন হল না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাপ্তরিক হিসাব অনুযায়ী মিশনের সংখ্যা নির্দিষ্ট (৮০ বা ৮১), তাই ৫০, ৮৪ বা ৮৭ সংখ্যাগুলো সঠিক তথ্যের সাথে মেলে না। চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য: বিদেশের মাটিতে বাংলাদেশের প্রথম মিশন স্থাপিত হয় ভারতের কলকাতায় (১৮ এপ্রিল, ১৯৭১)। সর্বশেষ ২০২৩ সালে আর্জেন্টিনায় বাংলাদেশের দূতাবাস উদ্বোধন করা হয়। কমনওয়েলথভুক্ত দেশগুলোতে দূতাবাসকে বলা হয় 'হাই কমিশন' এবং অন্য দেশগুলোতে বলা হয় 'এমবসি' বা 'দূতাবাস'।
আল মাহমুদ - ১৯৬৩ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম কাব্যগ্রন্থ 'লোক লোকান্তর' এবং ১৯৬৬ সালে প্রকাশিত হয় তাঁর দ্বিতীয় কাব্য 'কালের কলস'। - আল মাহমুদ দৈনিক গণকণ্ঠ পত্রিকার সম্পাদক ছিলেন।
তাঁর অন্যান্য কাব্যগ্রন্থ হলো : - বখতিয়ারের ঘোড়া, - দোয়েল ও দয়িতা, - পাখির কাছে ফুলের কাছে, - অদৃষ্টবাদীদের রান্নাবান্না, - দ্বিতীয় ভাঙ্গন। গল্প : - পানকৌড়ির রক্ত। উপন্যাস : - ডাহুকী, - আগুনের মেয়ে, - উপমহাদেশ, - কাবিলের বোন।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
- Firmware হল এমন একটি প্রোগ্রাম যা রিড-অনলি মেমরি (ROM) বা ইলেকট্রনিক ডিভাইসে সংরক্ষিত থাকে এবং সাধারণত হার্ডওয়্যার ডিভাইসের কার্যক্রম নিয়ন্ত্রণ করে। - এটি মূলত ডিভাইসের বেসিক কার্যাবলী ও অপারেশন কন্ট্রোল করতে ব্যবহৃত হয়, যেমন মোবাইল ফোন, কম্পিউটার মাদারবোর্ড ইত্যাদি।
- Malware, Virus এবং Lip-lop এসবের মধ্যে Firmware হল সঠিক উত্তর।
শব্দের অর্থ হলো বিখ্যাত বা সুপরিচিত। এর antonym অর্থাৎ বিপরীত অর্থের শব্দ হবে এমন যা অখ্যাত বা অপরিচিত বোঝায়। এখানে অপশনগুলো বিশ্লেষণ করলে:
- Opaque অর্থ অস্পষ্ট, যা দেখতে ধোঁয়াটে বা বুঝতে কঠিন কিছু বোঝায়, এটি antonym নয়। - Illiterate অর্থ অশিক্ষিত, যা শিক্ষাগত অবস্থা বোঝায়, antonym নয়। - Obscure অর্থ অখ্যাত, অপরিচিত বা অস্পষ্ট, যা famous এর বিপরীত অর্থ বহন করে। - Immature অর্থ অপরিপক্ব, যা বয়স বা মানসিক অবস্থার সাথে সম্পর্কিত, antonym নয়।
সুতরাং, famous এর সঠিক বিপরীত শব্দ হলো obscure, কারণ এটি কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে কম জ্ঞাত বা কম পরিচিত অবস্থার কথা নির্দেশ করে। বাকী অপশনগুলো অর্থগত ভিন্ন প্রসঙ্গে সম্পর্কিত এবং famous এর antonym নয়।
দাবা খেলা বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে জনপ্রিয় মস্তিষ্কচর্চার খেলাগুলোর মধ্যে একটি। তবে, সম্প্রতি আফগানিস্তানে তালেবান সরকার দাবা খেলাকে নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে।
- আফগানিস্তানে দাবা নিষিদ্ধ করার কারণ হিসেবে তালেবান কর্তৃপক্ষ দাবি করেছে যে দাবা খেলাটি ইসলামিক মূল্যবোধ ও সামাজিক নীতির বিরুদ্ধে যায়। - অন্যান্য দেশ যেমন চীন, ইরান বা ভুটান দাবা নিষিদ্ধ করার খবর পাওয়া যায়নি; বরং এই দেশগুলোতে দাবা প্রচলিত ও সম্মানীত একটি খেলা হিসেবে গণ্য হয়।
এই সিদ্ধান্ত আফগানিস্তানের সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে নেওয়া হয়েছে এবং এতে খেলাধুলার ক্ষেত্রে একধরনের সীমাবদ্ধতা এসেছে। তাই, প্রশ্নের সঠিক উত্তর হলো আফগানিস্তান।
প্রশ্নে বলা হয়েছে, মোট ১২০টি মুদ্রা আছে যা এক টাকার এবং দুই টাকার। মুদ্রাগুলোর মোট মূল্য ১৮০ টাকা। এখানে আমাদের জানতে হবে দুই টাকার মুদ্রার সংখ্যা কত।
- মোট মুদ্রার সংখ্যা = ১২০ (এক টাকার + দুই টাকার = ১২০) - মোট টাকা = ১৮০
ধরা যাক: - এক টাকার মুদ্রার সংখ্যা = x - দুই টাকার মুদ্রার সংখ্যা = y
তাহলে, - x + y = ১২০ ...(১) - ১×x + ২×y = ১৮০ ...(২)
সমীকরণ (১) থেকে x = ১২০ - y। এটাকে (২) নম্বর সমীকরণে বসালে, ১×(১২০ - y) + ২y = ১৮০ => ১২০ - y + ২y = ১৮০ => ১২০ + y = ১৮০ => y = ১৮০ - ১২০ = ৬০
সুতরাং, দুই টাকার মুদ্রার সংখ্যা হলো ৬০টি।
অর্থাৎ, এই সমস্যার সমাধানে সমীকরণ স্থাপন এবং সরল গণনার মাধ্যমে আমরা সহজেই দুই টাকার মুদ্রার সংখ্যা নির্ণয় করতে পারি। ভালোভাবে বুঝতে হলে সমীকরণগুলো ধাপে ধাপে সমাধান করতে হবে।
দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে স্টারলিংকের ইন্টারনেট পরিষেবা চালু হয় মালদ্বীপে। তবে, কিছু প্রতিবেদন অনুযায়ী ভুটানেও চলতি বছর স্টারলিংকের পরিষেবা চালু হয়েছে। শ্রীলঙ্কার পরে স্টারলিংক দক্ষিণ এশিয়ার দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশেও তাদের কার্যক্রম শুরু করেছে।
- সম্প্রতি বিশ্ব অর্থনৈতিক ফোরামের (WEF) বার্ষিক সম্মেলন সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত হয়েছে। - এই সম্মেলনটি ১৫-১৯ জানুয়ারি, ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয় এবং এর মূল থিম ছিল "Rebuilding Trust"। - দাভোসে প্রতি বছর এই সম্মেলন আয়োজন করা হয়, যেখানে বিশ্বব্যাপী শীর্ষ ব্যবসায়ী, রাজনৈতিক নেতা, এবং বুদ্ধিজীবীরা বৈশ্বিক অর্থনীতি, জলবায়ু পরিবর্তন, এবং সামাজিক উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। - এটি বিশ্ব অর্থনৈতিক ফোরামের অন্যতম প্রধান ইভেন্ট হিসেবে পরিচিত।
সংবিধানের ১৪২ নং অনুচ্ছেদ অনুসারে সংসদ কর্তৃক সংবিধানের কোনো বিধান সংযোজন , পরিমার্জন, পরিবর্তন, প্রতিস্থাপন বা রহিতকরণের জন্য অন্যুন দুই তৃতীয়াংশ সংসদ সদস্যের ভোট প্রয়োজন আছে।
এটি একটি ৩০-৬০-৯০ ত্রিভুজ। এই ধরনের ত্রিভুজের বাহুগুলির অনুপাত হল: ক্ষুদ্রতম বাহু : মধ্যম বাহু : বৃহত্তম বাহু = ১ : √৩ : ২ আমরা জানি, বৃহত্তম বাহুর দৈর্ঘ্য ৬ সেমি। যদি আমরা এটিকে ২x ধরি, তাহলে ২x = ৬ বা, x = ৩ যেহেতু ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য x, তাই এর মান হবে ৩ সেমি।
- ‘সিল্ক রোড’ হলো চীনের চালু করা বাণিজ্য পথ। - প্রাচীনকালে চীন থেকে মধ্য এশিয়া হয়ে দক্ষিণ এশিয়া, পশ্চিম এশিয়া তথা ইউরোপে আর উত্তর আফ্রিকায় চীনের রেশম আর রেশমী কাপড় পাঠানো হয়েছিল বলে এ পথ ‘সিল্ক রোড’ নামে সুপরিচিত। - সিল্ক রোড গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব প্রথম শতকে চীনের হান রাজবংশের আমলে। - দশম শতাব্দীতে চীনের সং রাজবংশের আমলে ‘সিল্ক রোড’ বাণিজ্যের মাল পরিবহনের পথ হিসেবে ব্যবহার বন্ধ হয়। - ১৯৩০ সালে যুক্তরাজ্য প্রাচীন সিল্ক রোড চালুর উদ্যোগ নিলেও তা বাস্তবায়ন না হওয়ায় ২০১৪ সালে চীন নিউ সিল্ক রোড চালুর উদ্যোগ গ্রহণ করে।
- আন্তর্জাতিক আদালত (International Court of Justice বা ICJ) গঠিত হয় ১৯৪৫ সালে জাতিসংঘ সনদ অনুযায়ী, যার উদ্দেশ্য হলো জাতিসংঘভুক্ত রাষ্ট্রসমূহের মধ্যে আইনি বিরোধ নিষ্পত্তি করা এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাকে আইনি পরামর্শ প্রদান করা। - ICJ এর সদর দপ্তর নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত। - এই আদালতে মোট ১৫ জন বিচারক থাকে, যারা সাধারণ পরিষদ (General Assembly) ও নিরাপত্তা পরিষদ (Security Council) এর সম্মতিক্রমে নির্বাচিত হন। - বিচারকদের পদকালীন মেয়াদ ৯ বছর এবং প্রতি তিন বছর অন্তর বিচারকদের এক তৃতীয়াংশ পুনঃনির্বাচিত বা নবায়ন করা হয়। - বিচারকদের সংখ্যা ও নিয়োগে বিভিন্ন মহাদেশের সমন্বয় থাকে: স্থায়ী পাঁচটি দেশ থেকে ৪ জন, এশিয়া থেকে ৪ জন, ইউরোপ থেকে ৩ জন, ল্যাটিন আমেরিকা থেকে ২ জন, আফ্রিকা থেকে ২ জন। - ICJ মূলত আন্তর্জাতিক চুক্তি ও সন্ধি-সমঝোতার ব্যাখ্যা প্রদান এবং রাষ্ট্রগুলোর আইনি বিষয়ক বিরোধ নিষ্পত্তিতে কাজ করে। - জাতিসংঘ সনদের ৯৩ ও ৯৪ অনুচ্ছেদ অনুযায়ী, জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্ত মেনে চলতে বাধ্য।
অতএব, আন্তর্জাতিক আদালতের বিচারক সংখ্যা ১৫ জন, যা প্রশ্নের সঠিক উত্তরে প্রতিফলিত হয়েছে।
আর্থিক সংকটের সময় কোনো প্রতিষ্ঠান বা দেশকে অর্থ সহায়দা প্রদানপূর্বক নিশ্চিত ধ্বংসের হাত থেকে রক্ষা করাকে অর্থনীতির ভাষায় বলা হয় 'বেইল আউট’ সাম্প্রতিক সময়ে করোনা মহামারীতে বিপর্যস্ত প্রতিষ্ঠানকে রক্ষা করতে বহু দেশ বেইল আউট প্যাকেট কর্মসূচি গ্রহণ
- বিশ্বে সেমিকন্ডাক্টর চিপের শীর্ষ উৎপাদক দেশ হলো তাইওয়ান। - তাইওয়ানের Taiwan Semiconductor Manufacturing Company (TSMC) বিশ্বের বৃহত্তম সেমিকন্ডাক্টর ফাউন্ড্রি, যা প্রায় ৬০% উন্নত চিপ সরবরাহ করে। - Apple, AMD, NVIDIA-এর মতো বৃহৎ প্রযুক্তি কোম্পানিগুলোর জন্য TSMC বিভিন্ন ধরনের চিপ প্রস্তুত করে। - TSMC ৩ ন্যানোমিটার থেকে শুরু করে বিভিন্ন সাইজের উন্নত চিপ উৎপাদনে পারদর্শী।
- আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠা হয় ১৯৯৮ সালের ১৭ জুলাই যাত্রা শুরু করে। - ২০০২ সালে আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) প্রতিষ্ঠিত হয়। ৯ নভেম্বর, ২০০৬ সালে এটি কার্যক্রম শুরু করে। - এর সদর দপ্তর নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত। - প্রতিষ্ঠানটির বর্তমান সদস্য দেশ ১২৪টি। [ইউক্রেন ১২৫তম সদস্য দেশ হিসেবে সদস্যপদ লাভ করবে] - এটি গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার করে থাকে ।
প্রশ্নে singular এবং plural একই রকম হওয়া noun খুঁজতে বলা হয়েছে।
- Dice শব্দটি এমন একটি noun যার singular এবং plural ফর্ম একই, অর্থাৎ singular হিসেবে dice এবং plural হিসেবেও dice ব্যবহার হয়। তবে সাধারণ কথ্যভাষায় singular ই dice, plural ই dice হলেও, গুরুত্ব সহকারে বলা যায় singular ফর্ম হলো die এবং plural হলো dice, কিন্তু অনেক সময় dice কে singular ও plural দুটোতেই ব্যবহার করা হয়। - অন্যদিকে, spectrum এর plural হল spectra বা spectrums, stimulus এর plural হল stimuli, আর basis এর plural হল bases। তাই এদের singular এবং plural ফর্ম একই নয়। - অনান্য কিছু উদাহরণ যেমন sheep, deer, aircraft ইত্যাদি noun-গুলোর singular ও plural ফর্ম একই থাকে, কিন্তু সেগুলো এখানে অপশনের মধ্যে নেই।
সুতরাং, উল্লেখিত অপশনগুলোর মধ্যে dice একমাত্র শব্দ যার singular এবং plural ফর্ম একই (প্রচলিত ব্যবহার অনুসারে), তাই সঠিক উত্তর হলো dice।
- বিশ্বের উন্নত ও উন্নয়নশীল দেশগুলো গ্রিনহাউস গ্যাস কমাতে হিমশিম খেলেও, ভুটানের নেতৃত্বে চার কার্বন নিরপেক্ষ দেশ—ভুটান, পানামা, সুরিনাম, ও মাদাগাস্কার—‘জি-জিরো’ নামে একটি নতুন গোষ্ঠী তৈরি করেছে। - বাকুতে ‘কপ ২৯’-এর আসরে সেই গোষ্ঠী গঠনের পর ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে বলেন, ‘এই মুহূর্তে পৃথিবীতে যে কয়টি কার্বনহীন অথবা কার্বন নিরপেক্ষ দেশ রয়েছে, ভুটান সেগুলোর অন্যতম। আমরা চাই, আমাদের মডেল অন্যরাও গ্রহণ করুক। নতুন এই গোষ্ঠী সেই লক্ষ্য পূরণে কাজ করবে।’
তথ্যসূত্র: প্রথম আলো।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
• জি আই হল ভৌগলিক নির্দেশক চিহ্ন যা কোন পণ্যের একটি নির্দিষ্ট উৎপত্তিস্থলের কারণে এর খ্যাতি বা গুণাবলী নির্দেশ করতে ব্যবহৃত হয়। • একটি GI তে সাধারণত উৎপত্তিস্থলের নাম (শহর, অঞ্চল বা দেশ) অন্তর্ভুক্ত থাকে। • GI এর পূর্ণরুপ হল Geographical indication ভৌগলিক নির্দেশক। • জি আই পণ্যের স্বীকৃতি দানকারী প্রতিষ্ঠান হলো WIPO (world intellectual property organization)।
• বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক (GI) পণ্য হচ্ছে জামদানি। • এটি ১৭ নভেম্বর ২০১৬ সালে স্বীকৃতি পায়।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।