বেপজা (সহকারি ব্যবস্থাপক) - ২.০৪.২০২১ (61 টি প্রশ্ন )
Notice (8): Undefined variable: options [APP/View/Practics/all.ctp, line 161]
Warning (2): Invalid argument supplied for foreach() [APP/View/Practics/all.ctp, line 161]

দেওয়া আছে sinx=3/4
এখানে লম্ব =3
অতিভুজ =4
ভূমি = √(4²-3²)
          =√(16-9)
         =√7

তাহলে ,Cosx=ভুমি/অতিভুজ =√7/4

T
এখানে ,
সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি b=16cm
এবং সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য a =10m

ক্ষেত্রফল -b/4 √(4a²-b²)
             =16/4√{4.(10)²-(16)²}
            =4√(400-256)
            =4√144
            =4×12
            48m²


মনে করি ,সংখ্যাদ্বয় x ও y
প্রশ্নমতে ,(x+y)² =4xy
⇒ x² +2xy+y² =4xy
⇒ x² +2xy+y² -4xy=0
⇒ x² -2xy+y² =0
⇒ (x-y)² =0
⇒ x-y=0
⇒ x=y
⇒ x/y=1
⇒ x/y=1/1
x:y=1:1
যখন 2 টা dice নিক্ষেপ করা হয় তখন ফলাফল হবে -

এখানে , এদের মধ্যে ২ টি সংখ্যার যোগফল বিজোড় হবে ,
(1,2) ,(1,3), (1,5) ,(2,1) , (2,3) ,(2,5),(3,2) , (3,4) , (3,6) ,(4,1) ,(4,3) ,(4,5),(5,2) ,(5,4) ,(5,6) ,(6,1) , (6,3) ,(6,5) এই ক্ষেত্র গুলোতে ।
অনুকুল ঘটনা =18 টি
মোট ঘটনা =36 টি
তাহলে ,নির্ণেয় সম্ভাব্যতা 18/36=1/2
মনে করি ,সংখ্যাদ্বয় a ও   b
আবার ,মনে করি ্‌ a সংখ্যাকে যখন c দ্বারা ভাগ করা হয় তখন ভাগফল হয় q1 এবং ভাগশেষ 35
শর্তমতে ,a =c.q1+35..........(1)

এবং b সংখ্যাকে যখন c দ্বারা ভাগ করা হয় তখন ভাগফল হয় q2 এবং ভাগশেষ 30  ।
শর্তমতে , b = c.q2+30.......2
(1)+(2).....
⇒ a+b=c(q1+q2)+65
আবার, যেহেতু (a+b) এর যোগফলকে c দ্বারা ভাগ করলে ভাগশেষ 20 হয় , সেহেতু c এর মান অবশ্যই 20 অপেক্ষা বড় এবং 65 অপেক্ষা ছোট হবে ।
তাহলে c এর মান হবে =65-20=45 .
দেওয়া আছে , a² + b² = 5ab
a²/b²+b²/a²=(a⁴+b⁴)/a²/b²
                  =(a²)²+(b²)²/a²b²
                  =(a²+b²)²-2.a².b²/a²b²
                  ={(5ab)²)-2a²b²/a²b²
                  =(25a²b²-2a²b²)/a²b²
                  =23a²b²/a²b²
                  =23


দেওয়া আছে ,
logₓ1/81=4
⇒ x⁴=1/81
⇒ x⁴=(1/3)⁴
x=1/3


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
এখানে,
20% of 10 =2/100×10=2
30% of 20=30/100×20=6
60% of 30 =60/100×30=18
100% of 40=100/100× 40=40
             Total =66
মোট ছাত্রছাত্রী 10+20+30+40=100
মোট পাসকৃত ছাত্রছাত্রী =66
পাসকৃত ছাত্র -ছাত্রীর সংখ্যা শতকরা =66%
a/b=1/3................1
b/c=2...................2
c/d=1/2...............3
d/e=3.................4
e/f=1/4................5
ধরি a =2
1 নং পাই 2/b=1/3 বা b=6
2 নং পাই  6/c=2 বা c=3
3 নং পাই  3/d=1/2 বা d=6
4 নং পাই  6/e=3 বা e=2
5 নং পাই  2/f=1/4বা f=8

তাহলে, আমরা পাইঃ 
abc/def =(2.6.3)/(6.2.8) =3/8
I=pnr/100
  =(650× 6× 7.5 )/100
  =292.50



মনে করি ,নির্ণেয় সময় =x ঘণ্টা
⇒ 50×12×8=60×16×x 
⇒ 60×16×x=50×12×8
⇒ x=(50×12×8)/60×16
x=5 hours


দেওয়া আছে ,x+y=3
এবং x=2/y
      xy=2
x³+y³=(x+y)³-3xy(x+y)
        =(3)³-3.2.3
        =27-18
       =9
logₓ324=4
⇒ x⁴=324
⇒ x⁴=(3√2)⁴
x=3√2
দেওয়া আছে , f(x)= 10ˣ
ধরি ,y=f(x)
⇒ y=10ˣ
⇒ logy=log10ˣ
⇒ logy=xlog10
⇒ xlog10=logy
⇒ x.1=logy [যেহেতু, log10=1]
⇒ x=logy
f⁻¹(y)=logy
f⁻¹(x)=logx




ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল জার্মানির বার্লিন ভিত্তিক একটি অলাভজনক বেসরকারি প্রতিষ্ঠান ।
- এটি বিশ্বব্যাপী সভ্য সমাজব্যবস্থায় দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম চালাতে পিটার ইগেন এর নেতৃত্বে ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয় ।
- এর সদর দপ্তর জার্মানির বার্লিনে অবস্থিত । 
- এ সংস্থাটি ১৯৯৫ সাল থেকে দুর্নীতির ধারণা সূচক প্রকাশ করে আসছে ।
- উল্লেখ্য ,বাংলাদেশে এর কার্যক্রম শুরু করে ১৯৯৬ সালে ।

উন্নয়নশীল ৮ মুসলিম দেশের জোট ডি -৮ নামে পরিচিত । 
- এটি একটি অর্থনৈতিক উন্নয়ন জোট ,যা ১৫ জুন, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয় । 
- বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরান, নাইজেরিয়া,পাকিস্তান ও তুরস্ক এই ৮ টি দেশ নিয়ে ডি -৮ সংস্থা গঠিত এবং
- এর সদর দপ্তর ইস্তাম্বুল ,তুরস্ক । 
- ডি -৮ এর দশম সম্মেলন ৫-৮ এপ্রিল ভার্চুয়ালি ঢাকায় অনুষ্ঠিত হয় ।
- বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর বর্তমান সভাপতি ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
কমোডো ড্রাগন হল বিশ্বের সবচেয়ে বড় টিকটিকি যা ইন্দোনেশিয়ার কমোডো ও জাভা দ্বীপপুঞ্জে দেখা যায় । এদের অন্য নাম ভারানাস কমোডোনেসিস । এরা উচ্চতায় প্রায় ৩ মিটার লম্বা এবং ওজনে ৭০ কিলোগ্রাম পর্যন্ত হয়ে থাকে ।উল্লেখ্য ,কমোডো ড্রাগন এবং এদের আবাস্থল রক্ষার জন্য ইন্দোনেশিয়া ১৯৮০ সালে কমোড ন্যাশনাল পার্ক প্রতিষ্ঠা করে ।
ভূপৃষ্ঠের একেবারে দক্ষিণের স্থানটিকে দক্ষিণ মেরু বলা হয়  । এন্টার্কটিকা মহাদেশে এর অবস্থান । দক্ষিণ মেরু সমুদ্রপৃষ্ঠ থেকে ৯ হাজার ৩০১ ফুট উচ্চতায় অবস্থিত । 
- অন্যদিকে উত্তর মেরু হচ্ছে পৃথিবীর উত্তর বিন্দু যা দক্ষিণ মেরুর ঠিক বিপরীতে অবস্থিত এবং এটা প্রকৃত অর্থে উত্তর দিককে নির্দেশ করে । 
- উত্তর মেরু আর্কটিক মহাসাগরের মধ্যভাবে অবস্থিত ।

২০১৫ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে Transforming our world : The 2030 Agenda for Sustainable development শিরোনামে একটি কর্মসূচী গৃহীত হয় ।
সারা বিশ্বের মানুষের শান্তি , সমৃদ্ধি ও টেকসই উন্নয়ন নিশ্চিতকরণে ২০৩০ এজেন্ডা এমন একটি কর্মপরিকল্পনা যা বিশ্ব শান্তি জোরদার এবং ক্ষুধা ও দারিদ্রসহ সকল প্রকার বৈষম্যের অবসান ঘটবে ।
- SDGs এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত । 
- এতে মোট ১৭ টি লক্ষ্যমাত্রা ও ১৬৯ টি সুনির্দিষ্ট লক্ষ্য অন্তর্ভুক্ত রয়েছে ।
- ২১ সেপ্টেম্বর ২০২১ সালে, SDG অর্জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 'এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড' পদক লাভ করেন। 
 
এসডিজির ১৭টি লক্ষ্য হলো:
- দারিদ্র্য নির্মূল
- ক্ষুধামুক্তি
- সুস্বাস্থ্য
- মানসম্মত শিক্ষা
- লিঙ্গ সমতা
- বিশুদ্ধ পানি ও স্যানিটেশন
- সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি
- উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি
- শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো
- বৈষম্য হ্রাস
- টেকসই শহর ও জনগণ
- পরিমিত ভোগ ও উৎপাদন
- জলবায়ু বিষয়ে পদক্ষেপ
- সামুদ্রিক বাস্তুসংস্থান
- স্থলভাগের জীবন
- শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং
- অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।  


- NORTH Atlantic Treaty Organization (NATO) ১৯৪৯ সালের ৪ এপ্রিল প্রতিষ্ঠিত একটি সামরিক সহযোগিতার জোট
- ন্যাটো জোটভুক্ত দেশগুলোর পারস্পারিক সামরিক সহযোগিতা প্রদানে অঙ্গীকারবদ্ধ
- ন্যাটোর বর্তমান সদস্য ৩১ টি দেশ এবং প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ১২ টি ।
- এর বর্তমান সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে (পূর্বে ছিল প্যারিসে )
- ন্যাটোভুক্ত ৩১ টি দেশের মধ্যে মুসলিম দেশ ২ টি (তুর্কিয়ে ও আলবেনিয়া )
- ফিনল্যান্ড ন্যটোর সর্বশেষ সদস্য।
- ইউক্রেন, সুইডেন ন্যাটোভুক্ত নয়।
- বর্তমান মহাসচিব জেনস স্টলেনবার্গ।
জাতিসংঘের ছয়টি প্রধান অঙ্গের অন্যতম হল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ।বিশ্ব শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার মূল দায়িত্ব নিরাপত্তা পরিষদের উপর ন্যস্ত । 
- নিরাপত্তা পরিষদ 'স্বস্তি পরিষদ ' নামে পরিচিত । 
- নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা ১৫ টি । এর মধ্যে
  -- ৫ টি স্থায়ী সদস্যঃ যুক্তরাষ্ট্র ,যুক্তরাজ্য ,রাশিয়া ,চীন ও ফ্রান্স এবং
  -- ১০ টি অস্থায়ী সদস্য । 
- নিরাপত্তা পরিষদের ৫ টি স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা আছে ।
- নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যরা ২ বছরের জন্য নির্বাচিত হন ।
- বাংলাদেশের জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রথম সভাপতিত্ব করেন 'আনোয়ারুল করিম চৌধুরী'
- বাংলাদেশ ২ বার স্বস্তি পরিষদ বা নিরাপত্তা পরিষদের সদস্যপদ লাভ করে। প্রথমবার ১০ নভেম্বর ১৯৭৮ সালে (১৯৭৯-৮০ মেয়াদে), দ্বিতীয়বার ১৯৯৯ সালে (২০০০-২০০১ মেয়াদে)।
 
 

WWW এর পূর্ণরুপ হল World Wide Web, একে সংক্ষেপে ওয়েব পেজ বা ওয়েব বলে ।
- টিম বারনাস লিকে WWW এর জনক বলা হয় ।
- ১৯৮৯ সালে সুইজারল্যান্ড CERN ল্যাবে দায়িত্ব পালনকালে তিনিত এর উদ্ভাবন করেন.
- WWW হল পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে রাখা ওয়েব পেজ । এর মাধ্যমে ভ্রমণ করে ইন্টারনেট ব্যবহারকারীগণ পৃথিবীর বিভিন্ন স্থানে যে তথ্যভাণ্ডার রয়েছে তার যে কোনটিতে পৌছে যেতে পারেন । সাধারণত text,গ্রাফিক্স ,অডিও বা ভিডিও যেভাবেই থাকুক না কেন ওয়েবসাইট ব্যবহারকারীগণ নিজেদের কম্পিউটারের পর্দায় তা হুবহু দেখতে পায় ।
সংবিধানের অন্যতম গুরুত্বপূর্ণ সংশোধনী হল দ্বাদশ সংশোধনী. ১৯৯১ সালের জাতীয় সংসদে এ সংশোধনী গৃহীত হয় ।এ সংশোধনীর মাধ্যমে দেশে পুনরায় সংসদীয় সরকার প্রতিষ্ঠিত হয় এবং উপরাষ্ট্রপতির পদ বিলুপ্ত করা হয় । 
 
- অষ্টম সংশোধনীর মাধ্যমে ইসলামকে রাষ্ট্রধর্ম স্বীকৃতি দেয়া, ঢাকার বাইরে ৬ টি বিভাগে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপন এবং Dacca এর নাম পরিবর্তন করে Dhaka করা হয় । 

- নবম মাধ্যমে যথাক্রমে রাষ্ট্রপতি পদে কোন ব্যক্তির দুই মেয়াদে দায়িত্ব পালন সীমাবদ্ধ রাখা ও
 
- একাদশ সংশোধনীর মাধ্যমে অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দীন আহমদের প্রধান বিচারপতি পদে ফিরে যাবার বিধান পাস করা হয় ।

বিষুব রেখার উত্তরে ২৩.৫ ডিগ্রি অক্ষরেখাই হচ্ছে কর্কটক্রান্তি রেখা বা ট্রপিক অব ক্যান্সার এবং
-  দক্ষিণ গোলার্ধে ২৩.৫ ডিগ্রি অক্ষরেখাকে মকরক্রান্তি বলে ।
-  বাংলাদেশের মাঝখান (চুয়াডাঙ্গা , ঝিনাইদহ,মাগুরা , রাজবাড়ী , ফরিদপুর, মুন্সিগঞ্জ , নারায়ণগঞ্জ , কুমিল্লা, রাঙ্গামাটি ,খাগড়াছড়ি ) দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে ।



জাতীয় সংসদে এ সংশোধনী আনা হয় ১৯৭৯ সালের ৬ এপ্রিল। ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর থেকে ১৯৭৯ সালের ৫ এপ্রিল পর্যন্ত সামরিক সরকারের যাবতীয় কর্মকাণ্ডকে বৈধতা দানসহ সংবিধানে এর মাধ্যমে বিসমিল্লাহির রাহমানির রাহিম সংযোজন করা হয়। সংসদ নেতা শাহ আজিজুর রহমান ‍উত্থাপিত বিলটি ২৪১-০ ভোটে পাস হয়।
- এই সংশোধনীর মাধ্যেমে অবৈধভাবে ক্ষমতা দখলকে উৎসাহিত করা হয়।
- এই সংশোধনী ছিল সংবিধানের মৌলিক কাঠামোগত পরবিবর্তন যা ২০০৫ সালে ৯ আগস্ট হাইকোর্টের এক রায়ে বাতিল করা হয়। 

বাংলাদেশের সংবিধানের ১৫৩ টি অনুচ্ছেদের পর ৭ টি তফসিল সংযোজন করা হয়েছে । 
- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ৫ তম তফসিলে অন্তর্ভুক্ত আছে ।
- ৪র্থ তফসিলে ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী, 
- ৬ষ্ঠ তফসিলে জাতির পিতার ২৬ মার্চের স্বাধীনতার ঘোষণা,
- ৭ম তফসিলে ১৯৭১ সালের ১০ এপ্রিল তারিখে মুজিবনগর সরকারের জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র উল্লেখ রয়েছে ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
বিশ্বের সর্ববৃহৎ এবং সর্বোচ্চ সম্মানজনক প্রতিযোগিতা অলিম্পিক গেমস । প্রতি চার বছর পরপর অনুষ্ঠিত হয়ে থাকে এই অলিম্পিক গেমস .২০২০ সালের অলিম্পিক গেমস জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনাভাইরাস এর কারণে অনুষ্ঠিত হয়নি । ২০২১ সালে টোকিওতে এটি অনুষ্ঠিত হয় ।এক বছর পিছালেও আসরটির নাম থাকে টোকিও অলিম্পিক ২০২০
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0