'ভানুসিংহ' কার ছদ্মনাম?

A শরৎচন্দ্র চট্রোপাধ্যায়

B বঙ্গিমচন্দ্র চট্রোপাধ্যায়

C রবীন্দ্রনাথ ঠাকুর

D সত্যেন্দ্রনাথ দত্ত

Solution

Correct Answer: Option C

ভানুসিংহ' রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। রবীন্দ্রনাথ ঠাকুরের মোট ৯ টি ছদ্মনাম পাওয়া যায়।
এগুলো হলো:
- ভানুসিং হ ঠাকুর,
- অকপট চন্দ্র ভাস্কর,
- আন্নাকালী,
- পাকড়াশী,
- ষষ্ঠীচরণ দেবশর্মা,
- বানীবিনোদ,
- বিদ্যাবিনোদ,
- শ্রীমতী কনিষ্ঠা,
- শ্রীমতী মধ্যমা,
- দিকশূন্য ভট্টাচার্‍্য,
- নবীন কিশোর শর্মন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions