বস্ত্র অধিদপ্তর (অফিস সহায়ক) - ১৯.০১.২০২৪ (70 টি প্রশ্ন )
i
ব্যাখ্যা (Explanation):
- ক্যাঙ্গারু এক ধরনের প্রাণী, যা শুধু অস্ট্রেলিয়াতে পাওয়া যায়।
- এটি দেশটির জাতীয় প্রাণী।
- সারা বিশ্বে অস্ট্রেলিয়া পরিচিত ক্যাঙ্গারুর দেশ নামে।
i
ব্যাখ্যা (Explanation):
- ৪ ডিসেম্বর, জাতীয় বস্ত্র দিবস।
- বস্ত্র ও তৈরি পোশাক খাতের টেকসই অগ্রগতি নিশ্চিত করার লক্ষ্যে ২০১৯ সালে সরকার ৪ ডিসেম্বরকে 'জাতীয় বস্ত্র দিবস' হিসেবে ঘোষণা করে।

গুরুত্বপূর্ণ কিছু দিবস:
- জাতীয় পাট দিবস : ৬ মার্চ
- জাতীয় গণহত্যা দিবস : ২৫ মার্চ
- জাতীয় সড়ক দুর্ঘটনা দিবস : ২২ অক্টোবর
- ন্যাশনাল পাবলিক সার্ভিস ডে : ২৩ জুলাই
- জাতীয় ইনকাম ট্যাক্স দিবস : ১৫ সেপ্টম্বর
- জাতীয় ট্যাক্স দিবস : ৩০ নভেম্বর
- জাতীয় তথ্য ও প্রযুক্তি দিবস : ১২ ডিসেম্বর
i
ব্যাখ্যা (Explanation):
- সৌরজগতের মোট গ্রহ আটটি।
- এগুলো হলো বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন।
- এদের মধ্যে বৃহস্পতি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ।
- একে গ্রহরাজ বলা হয়।
- এটি আয়তনে পৃথিবীর চেয়ে ১৩০০ গুণ বড়।
i
ব্যাখ্যা (Explanation):
- সমুদ্রে পানির গভীরতা মাপার একক- ফ্যাদম।
- ১ ফ্যাদম = ৬ ফুট বা ১.৮৩ মিটার।
- একজন পূর্ণবয়স্ক মানুষের দুই হাত প্রসারিত করলে এক হাতের মধ্যাঙ্গুলির প্রান্ত থেকে অন্য হাতের মধ্যাঙ্গুলির প্রান্ত পর্যন্ত এক ফ্যাদম ধরা হয়।
- সমুদ্রের গভীরতা নির্ণয় করার যন্ত্র হচ্ছে ফ্যাদোমিটার।

• ক্যালরিমিটার – তাপ পরিমাপক যন্ত্র।
• ক্রনোমিটার – সূক্ষ্ম সময় পরিমাপক যন্ত্র।
• রেইনগেজ – বৃষ্টি পরিমাপক যন্ত্র।
• অ্যানিমোমিটার – বাতাসের গতিবেগ পরিমাপক যন্ত্র।
• ফ্যাদোমিটার – সমুদ্রের গভীরতা পরিমাপক যন্ত্র।
• সেক্সট্যান্ট – গ্রহ-নক্ষত্রের উন্নতি পরিমাপক যন্ত্র।
• হাইগ্রোমিটার – বাতাসের আর্দ্রতা মাপক যন্ত্র।
• হাইড্রোমিটার – তরলের আপেক্ষিক গুরুত্ব/ঘনত্ব মাপক যন্ত্র।
• অলটিমিটার – বিমানের উচ্চতা মাপক যন্ত্র।
• স্পিডোমিটার – দ্রুতি পরিমাপক যন্ত্র।
• টেনসিওমিটার – তরলের পৃষ্ঠটান পরিমাপক যন্ত্র।
• রিক্টার স্কেল – ভূমিকম্পের তীব্রতা পরিমাপক যন্ত্র।
• অ্যামিটার – বিদ্যুৎ প্রবাহ পরিমাপক যন্ত্র।
• ফনোগ্রাফ – শব্দ রেকর্ড করার জন্য ব্যবহৃত যন্ত্র।
• স্টেথোস্কোপ – হৃদপিণ্ড ও ফুসফুসের শব্দ নিরূপণ যন্ত্র।
i
ব্যাখ্যা (Explanation):
- চলন বিল বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি বৃহৎ বিল।
- এটি নাটোর, সিরাজগঞ্জ এবং পাবনা জেলা জুড়ে বিস্তৃত।
- এটি মূলত অনেকগুলি ছোট বিলের সমষ্টি।
- সাতচল্লিশটি নদী ও অন্যান্য জলপথ চলন বিলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়।
- এটি বাংলাদেশের সর্ববৃহৎ বিল এবং সমৃদ্ধ জলাভূমি।

অন্যদিকে,
- সুন্দরবন ২১ মে, ১৯৯২ সালে 'রামসার সাইট' এবং ৬ ডিসেম্বর, ১৯৯৭ সালে ইউনেস্কোর ৭৯৮তম 'বিশ্ব ঐতিহ্য' স্থান হিসেবে স্বীকৃতি পায়।
- ১৯৮৫ সালে ইউনেস্কো পাহাড়পুর বৌদ্ধবিহার ও ষাট গম্বুজ মসজিদকে 'বিশ্ব ঐতিহ্য' হিসেবে ঘোষণা করে।
i
ব্যাখ্যা (Explanation):
দেশের উন্নয়নকে গতিশীল এবং উন্নয়নের চালেঞ্জসমুহ মোকাবিলা করতে সরকার ১০০ বছরের দীর্ঘ মেয়াদী একটি পরিকল্পনা হাতে নিয়েছে। এই মহাপরিকল্পনার নাম হচ্ছে বদ্বীপ পরিকল্পনা ২১০০।
- নেদারল্যান্ডসের ডেল্টা ব্যবস্থাপনার আলোকে সেই দেশের সহায়তায় বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি ) এটি প্রণয়ন করেছে। 
- বাংলাদেশ ব দ্বীপ পরিকল্পনা -২০২১ এর হটস্পট ছয়টি । 
যথা:
- উপকূলীয় অঞ্চল, 
- বরেন্দ্র ও খরাপ্রবণ অঞ্চল, 
- হাওড় ও আকস্মিক বন্যাপ্রবণ অঞ্চল,
- পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, -
- নদী অঞ্চল ও মোহনা এবং 
- নগর এলাকা সমুহ ।
i
ব্যাখ্যা (Explanation):
- Sustainable Development Goals (SDGs) হলো টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা যা Millennium Development Goals (MDGs) এর স্থলে প্রতিস্থাপন করা হয়।
- ২০১৫ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে "Transforming our world: The 2030 Agenda for Sustainable development' শিরোনামের একটি কর্মসূচি গৃহীত হয়, যা SDGs নামে পরিচিত।
- SDGs এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত। এতে মোট ১৭টি লক্ষ্যমাত্রা ও ১৬৯টি সুনির্দিষ্ট লক্ষ্য অন্তর্ভুক্ত রয়েছে।

এসডিজির ১৭ লক্ষ্যসমূহ হলো: 
- প্রথম : দারিদ্র্য নির্মূল 
- দ্বিতীয় : ক্ষুধামুক্তি
- তৃতীয় : সুস্বাস্থ্য
- চতুর্থ : মানসম্মত শিক্ষা 
- পঞ্চম : লিঙ্গ সমতা 
- ষষ্ঠ : বিশুদ্ধ পানি ও স্যানিটেশন 
- সপ্তম : সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি 
- অষ্টম : কর্মসংস্থান ও অর্থনীতি 
- নবম : শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো 
- দশম : বৈষম্য হ্রাস
- একাদশ : টেকসই শহর ও জনগণ 
- দ্বাদশ : পরিমিত ভোগ ও উৎপাদন 
- ত্রয়োদশ : জলবায়ু বিষয়ে পদক্ষেপ 
- চতুর্দশ : সামুদ্রিক বাস্তুসংস্থান 
- পঞ্চদশ : স্থলভাগের জীবন 
- ষোড়শ : শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং
- সপ্তদশ : অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।
i
ব্যাখ্যা (Explanation):
- দেশের বিদ্যমান ভৌত অবকাঠামো উন্নয়নের জন্য সরকারি ও বেসরকারি খাতের অংশীদারিত্বমূলক উদ্যোগের নাম Public-Private Partnership (PPP)।
- পিপিপির অধীনে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য সরকার ২০১০ সালে Public-Private Partnership Authority গঠন করে।
- ২০১৫ সালে বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) আইন তৈরি করে।
i
ব্যাখ্যা (Explanation):
- বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর বরেন্দ্র জাদুঘর ।
- এটি অবস্থিত রাজশাহী জেলায় ।
- বরেন্দ্র গবেষণা জাদুঘর প্রতিষ্ঠিত হয় ১৯১০ সালে।

- বাংলাদেশের জাতীয় জাদুঘর প্রতিষ্ঠিত হয় ১৯১৩ সালে । 

- মুক্তিযুদ্ধ জাদুঘর ১৯৯৬ সালের ২২ মার্চ প্রতিষ্ঠিত হয়।
- এটি বাংলাদেশের একমাত্র মুক্তিযুদ্ধ জাদুঘর।
- এটি ঢাকার এফ-১১/এ-বি, সিভিক সেক্টর, আগারগাঁওয়ে অবস্থিত।
- বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত এই জাদুঘরের উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
- পূর্ব পাকিস্তানের স্বাধিকার প্রশ্নে ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলগুলোর এক সম্মেলনে শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ‘ছয় দফা’ দাবি পেশ করেন।
- পরবর্তীতে ২৩ মার্চ ১৯৬৬ সালে লাহোরের এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ‘ছয় দফা’ ঘোষণা করা হয়।
- ছয় দফা' বাঙালি জাতির মুক্তির সনদ (ম্যাগনাকার্টা) হিসেবে পরিচিত। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 'ছয় দফা’ দাবিকে ‘পূর্ব পাকিস্তানের বাঁচার দাবি' বলে অভিহিত করেন।

‘ছয় দফা'র দাবিসমূহ হলো:
১. শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রের প্রকৃতি নির্ধারণ।
২. কেন্দ্রীয় সরকারের হাতে ক্ষমতা।
৩. স্বতন্ত্র মুদ্রা ব্যবস্থার প্রচলন।
৪. বৈদেশিক বাণিজ্য।
৫. রাজস্ব, কর ও শুল্ক বিষয়ক ক্ষমতা।
৬. আঞ্চলিক নিরাপত্তার জন্য আধা- সামরিক বাহিনী গঠনের ক্ষমতা।
i
ব্যাখ্যা (Explanation):
৮ কেজি চালের দাম ১৬৮ টাকা
১ কেজি চালের দাম ১৬৮/৮ টাকা
৫ কেজি চালের দাম (১৬৮ × ৫)/৮ টাকা
                        = ১০৫ টাকা 
i
ব্যাখ্যা (Explanation):
কোন সংখ্যার একক স্থানীয় অংক ০ বা ৫ হলে সংখ্যাটি ৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য।
.: অপশন অনুযায়ী ২২২৫, ৫ দ্বারা বিভাজ্য।
i
ব্যাখ্যা (Explanation):
ধরি, সংখ্যাটি = x
প্রশ্নমতে, ৪x + ৫ = ৩৭
          ⇒ x = ৩২
          ⇒ x = ৮
i
ব্যাখ্যা (Explanation):
যে ভগ্নাংশের হর ও লব উভয়ই পূর্ণ সংখ্যা তাকে সরল ভগ্নাংশ বলে।
i
ব্যাখ্যা (Explanation):
(20/80) x 100%
= 25%  
i
ব্যাখ্যা (Explanation):
x + y = 4..................(1)
x - y = 2.................(2)

(1) + (2) ⇒
x + y + x - y = 4 + 2
2x = 6
x = 3

(1) ⇒
x + y = 4
3 + y = 4
y = 4 - 3
y = 1

x ও y এর মান যথাক্রমে 3, 1 
i
ব্যাখ্যা (Explanation):

দুইটি ভগ্নাংশ সমতুল্য (equivalent) হয়, যখন তাদের মান সমান হয়। আমরা ভগ্নাংশগুলোর গুণনফল বা ভাগফল দেখতে পারি।

১. ৭/১০ এবং ৩/১০:
এদের মান সমান নয়। ৭/১০ ≠ ৩/১০, কারণ ৭ > ৩।

২. ৩/১০ এবং ১৪/২০:
এ দুটি ভগ্নাংশ সমতুল্য কি না দেখতে, আমরা ১৪/২০ কে সরলীকৃত করি।
১৪/২০ = (১৪ ÷ ২) / (২০ ÷ ২) = ৭/১০
তাহলে, ৩/১০ ≠ ৭/১০, অর্থাৎ ৩/১০ এবং ১৪/২০ সমতুল্য নয়।

৩. ৭/১০ এবং ১৪/২০:
যেহেতু ১৪/২০ সরলীকৃত হলে ৭/১০ হয়, তাই ৭/১০ এবং ১৪/২০ সমতুল্য।

৪. ৩/১০ এবং ৯/২০:
এগুলোও সমতুল্য নয়, কারণ ৩/১০ ≠ ৯/২০।

অতএব, সঠিক উত্তর হলো: C) ৭/১০, ১৪/২০

i
ব্যাখ্যা (Explanation):
দুইটি বিন্দুর মধ্যে দিয়ে একটি এবং কেবলমাত্র একটি সরলরেখা আঁকা যায়।
i
ব্যাখ্যা (Explanation):
(i) x = 2
(ii) 2x + 3y = 0
এখানে, (i) নং এ একটি অজ্ঞাত রাশি x এবং (ii) নং এ দুইটি অজ্ঞাত রাশি x ও y.

অতএব সমীকরণে কমপক্ষে একটি বীজগণিতীয় প্রতীক থাকে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
প্রশ্নমতে,
3b + 7 = 37
⇒ 3b = 37 - 7
⇒ 3b = 30
⇒ b =10
i
ব্যাখ্যা (Explanation):
a = -1, b = -2, c = -3

∴ - a - (- b) - (- c)
= - a + b + c
= - (- 1) + (- 2) + (- 3)
= 1 - 2 - 3
= - 4
i
ব্যাখ্যা (Explanation):
বীজগণিতীয় রাশির যে যে অংশগুলো যোগ ও বিয়োগ চিহ্ন দ্বারা যুক্ত থাকে ঐ অংশগুলোর প্রত্যেকটিকে রাশির পদ বলে।

2x + 3y = 0
এখানে, 2x ও 3y হলো দুইটি রাশির পদ।
i
ব্যাখ্যা (Explanation):
8abc = 8ac.b 
b এর সহগ 8ac
i
ব্যাখ্যা (Explanation):
- সংখ্যারেখার বামদিকের সংখ্যাগুলোকে ঋণাত্মক সংখ্যা বলে এবং ডানদিকের সংখ্যাগুলোকে ধনাত্মক সংখ্যা বলে।
- যেমন, সংখ্যারেখায় -৩, -২, -১ ... ০ ... ১, ২, ৩ ... এভাবে বামদিকের সংখ্যাগুলো ঋণাত্মক এবং ডানদিকের সংখ্যাগুলো ধনাত্মক।
i
ব্যাখ্যা (Explanation):
৪/৫ কে শতকরায় প্রকাশ করলে হবে 
= (৪/৫) × ১০০
= ৪ × ২০
= ৮০%
i
ব্যাখ্যা (Explanation):
১ ডজন = ১২টি। 

৫৪ টাকায় ডিম পাওয়া যায় = ১২টি
৪৫ টাকায় ডিম পাওয়া যায় = (১২ × ৪৫)/ ৫৪টি
                                 = ১০টি 
i
ব্যাখ্যা (Explanation):
আমরা জানি, ১ মিলিয়ন = ১০ লক্ষ।
তাহলে, ৫ মিলিয়ন = ৫ × ১০ = ৫০ লক্ষ।
i
ব্যাখ্যা (Explanation):

সংখ্যা ২৩,০০৫-এ, এর অবস্থান হলো হাজারের ঘরে।

স্থানীয় মান নির্ণয় করার জন্য সংখ্যাটি তার অবস্থান অনুযায়ী গুণ করা হয়:
৩ × ১০০০ = ৩০০০

অতএব, এর স্থানীয় মান হলো ৩০০০

i
ব্যাখ্যা (Explanation):
a = b² ........... (i)
b = a² ........... (ii)

(i) - (ii) ⇒
a - b = b² - a²
⇒ a - b = -a² + b²
⇒ a - b = -(a² - b²)
⇒ (a - b) = -(a + b)(a - b)
⇒ 1 = -(a + b)
⇒ a + b + 1 = 0

সুতরাং, a + b + 1 = 0 সঠিক উত্তর।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
• আমরা জানি, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান 60°।
• সুতরাং একটি বাহুকে উভয়দিকে বর্ধিত করলে  উভয় পাশে 180° - 60° = 120° কোণ উৎপন্ন হয়।
• সুতরাং, বহিঃস্থ কোণ দুটির বিয়োগফল = 120° -  120° = 0° 
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0