- ৪ ডিসেম্বর, জাতীয় বস্ত্র দিবস। - বস্ত্র ও তৈরি পোশাক খাতের টেকসই অগ্রগতি নিশ্চিত করার লক্ষ্যে ২০১৯ সালে সরকার ৪ ডিসেম্বরকে 'জাতীয় বস্ত্র দিবস' হিসেবে ঘোষণা করে।
গুরুত্বপূর্ণ কিছু দিবস: - জাতীয় পাট দিবস : ৬ মার্চ - জাতীয় গণহত্যা দিবস : ২৫ মার্চ - জাতীয় সড়ক দুর্ঘটনা দিবস : ২২ অক্টোবর - ন্যাশনাল পাবলিক সার্ভিস ডে : ২৩ জুলাই - জাতীয় ইনকাম ট্যাক্স দিবস : ১৫ সেপ্টম্বর - জাতীয় ট্যাক্স দিবস : ৩০ নভেম্বর - জাতীয় তথ্য ও প্রযুক্তি দিবস : ১২ ডিসেম্বর
- সৌরজগতের মোট গ্রহ আটটি। - এগুলো হলো বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। - এদের মধ্যে বৃহস্পতি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। - একে গ্রহরাজ বলা হয়। - এটি আয়তনে পৃথিবীর চেয়ে ১৩০০ গুণ বড়।
- সমুদ্রে পানির গভীরতা মাপার একক- ফ্যাদম। - ১ ফ্যাদম = ৬ ফুট বা ১.৮৩ মিটার। - একজন পূর্ণবয়স্ক মানুষের দুই হাত প্রসারিত করলে এক হাতের মধ্যাঙ্গুলির প্রান্ত থেকে অন্য হাতের মধ্যাঙ্গুলির প্রান্ত পর্যন্ত এক ফ্যাদম ধরা হয়। - সমুদ্রের গভীরতা নির্ণয় করার যন্ত্র হচ্ছে ফ্যাদোমিটার।
- চলন বিল বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি বৃহৎ বিল। - এটি নাটোর, সিরাজগঞ্জ এবং পাবনা জেলা জুড়ে বিস্তৃত। - এটি মূলত অনেকগুলি ছোট বিলের সমষ্টি। - সাতচল্লিশটি নদী ও অন্যান্য জলপথ চলন বিলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। - এটি বাংলাদেশের সর্ববৃহৎ বিল এবং সমৃদ্ধ জলাভূমি।
অন্যদিকে, - সুন্দরবন ২১ মে, ১৯৯২ সালে 'রামসার সাইট' এবং ৬ ডিসেম্বর, ১৯৯৭ সালে ইউনেস্কোর ৭৯৮তম 'বিশ্ব ঐতিহ্য' স্থান হিসেবে স্বীকৃতি পায়। - ১৯৮৫ সালে ইউনেস্কো পাহাড়পুর বৌদ্ধবিহার ও ষাট গম্বুজ মসজিদকে 'বিশ্ব ঐতিহ্য' হিসেবে ঘোষণা করে।
দেশের উন্নয়নকে গতিশীল এবং উন্নয়নের চালেঞ্জসমুহ মোকাবিলা করতে সরকার ১০০ বছরের দীর্ঘ মেয়াদী একটি পরিকল্পনা হাতে নিয়েছে। এই মহাপরিকল্পনার নাম হচ্ছে বদ্বীপ পরিকল্পনা ২১০০।
- নেদারল্যান্ডসের ডেল্টা ব্যবস্থাপনার আলোকে সেই দেশের সহায়তায় বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি ) এটি প্রণয়ন করেছে।
- বাংলাদেশ ব দ্বীপ পরিকল্পনা -২০২১ এর হটস্পট ছয়টি ।
- Sustainable Development Goals (SDGs) হলো টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা যা Millennium Development Goals (MDGs) এর স্থলে প্রতিস্থাপন করা হয়। - ২০১৫ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে "Transforming our world: The 2030 Agenda for Sustainable development' শিরোনামের একটি কর্মসূচি গৃহীত হয়, যা SDGs নামে পরিচিত। - SDGs এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত। এতে মোট ১৭টি লক্ষ্যমাত্রা ও ১৬৯টি সুনির্দিষ্ট লক্ষ্য অন্তর্ভুক্ত রয়েছে।
এসডিজির ১৭ লক্ষ্যসমূহ হলো:
- প্রথম : দারিদ্র্য নির্মূল
- দ্বিতীয় : ক্ষুধামুক্তি
- তৃতীয় : সুস্বাস্থ্য
- চতুর্থ : মানসম্মত শিক্ষা
- পঞ্চম : লিঙ্গ সমতা
- ষষ্ঠ : বিশুদ্ধ পানি ও স্যানিটেশন
- সপ্তম : সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি
- অষ্টম : কর্মসংস্থান ও অর্থনীতি
- নবম : শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো
- দশম : বৈষম্য হ্রাস
- একাদশ : টেকসই শহর ও জনগণ
- দ্বাদশ : পরিমিত ভোগ ও উৎপাদন
- ত্রয়োদশ : জলবায়ু বিষয়ে পদক্ষেপ
- চতুর্দশ : সামুদ্রিক বাস্তুসংস্থান
- পঞ্চদশ : স্থলভাগের জীবন
- ষোড়শ : শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং
- দেশের বিদ্যমান ভৌত অবকাঠামো উন্নয়নের জন্য সরকারি ও বেসরকারি খাতের অংশীদারিত্বমূলক উদ্যোগের নাম Public-Private Partnership (PPP)। - পিপিপির অধীনে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য সরকার ২০১০ সালে Public-Private Partnership Authority গঠন করে। - ২০১৫ সালে বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) আইন তৈরি করে।
- বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর বরেন্দ্র জাদুঘর । - এটি অবস্থিত রাজশাহী জেলায় । - বরেন্দ্র গবেষণা জাদুঘর প্রতিষ্ঠিত হয় ১৯১০ সালে।
- বাংলাদেশের জাতীয় জাদুঘর প্রতিষ্ঠিত হয় ১৯১৩ সালে ।
- মুক্তিযুদ্ধ জাদুঘর ১৯৯৬ সালের ২২ মার্চ প্রতিষ্ঠিত হয়। - এটি বাংলাদেশের একমাত্র মুক্তিযুদ্ধ জাদুঘর। - এটি ঢাকার এফ-১১/এ-বি, সিভিক সেক্টর, আগারগাঁওয়ে অবস্থিত। - বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত এই জাদুঘরের উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
- পূর্ব পাকিস্তানের স্বাধিকার প্রশ্নে ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলগুলোর এক সম্মেলনে শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ‘ছয় দফা’ দাবি পেশ করেন। - পরবর্তীতে ২৩ মার্চ ১৯৬৬ সালে লাহোরের এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ‘ছয় দফা’ ঘোষণা করা হয়। - ছয় দফা' বাঙালি জাতির মুক্তির সনদ (ম্যাগনাকার্টা) হিসেবে পরিচিত। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 'ছয় দফা’ দাবিকে ‘পূর্ব পাকিস্তানের বাঁচার দাবি' বলে অভিহিত করেন।
‘ছয় দফা'র দাবিসমূহ হলো: ১. শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রের প্রকৃতি নির্ধারণ। ২. কেন্দ্রীয় সরকারের হাতে ক্ষমতা। ৩. স্বতন্ত্র মুদ্রা ব্যবস্থার প্রচলন। ৪. বৈদেশিক বাণিজ্য। ৫. রাজস্ব, কর ও শুল্ক বিষয়ক ক্ষমতা। ৬. আঞ্চলিক নিরাপত্তার জন্য আধা- সামরিক বাহিনী গঠনের ক্ষমতা।
দুইটি ভগ্নাংশ সমতুল্য (equivalent) হয়, যখন তাদের মান সমান হয়। আমরা ভগ্নাংশগুলোর গুণনফল বা ভাগফল দেখতে পারি।
১. ৭/১০ এবং ৩/১০: এদের মান সমান নয়। ৭/১০ ≠ ৩/১০, কারণ ৭ > ৩।
২. ৩/১০ এবং ১৪/২০: এ দুটি ভগ্নাংশ সমতুল্য কি না দেখতে, আমরা ১৪/২০ কে সরলীকৃত করি। ১৪/২০ = (১৪ ÷ ২) / (২০ ÷ ২) = ৭/১০ তাহলে, ৩/১০ ≠ ৭/১০, অর্থাৎ ৩/১০ এবং ১৪/২০ সমতুল্য নয়।
৩. ৭/১০ এবং ১৪/২০: যেহেতু ১৪/২০ সরলীকৃত হলে ৭/১০ হয়, তাই ৭/১০ এবং ১৪/২০ সমতুল্য।
৪. ৩/১০ এবং ৯/২০: এগুলোও সমতুল্য নয়, কারণ ৩/১০ ≠ ৯/২০।
- সংখ্যারেখার বামদিকের সংখ্যাগুলোকে ঋণাত্মক সংখ্যা বলে এবং ডানদিকের সংখ্যাগুলোকে ধনাত্মক সংখ্যা বলে। - যেমন, সংখ্যারেখায় -৩, -২, -১ ... ০ ... ১, ২, ৩ ... এভাবে বামদিকের সংখ্যাগুলো ঋণাত্মক এবং ডানদিকের সংখ্যাগুলো ধনাত্মক।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।