মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তর (সহকারী পরিচালক) -২০১৩ (96 টি প্রশ্ন )
- শ্রীকৃষ্ণকীর্তন বৈষ্ণব কাব্য, রচয়িতা বড়ু চন্ডীদাস।
- রচনাকাল সঠিকভাবে নির্ণীত না হলেও প্রাকচৈতন্য যুগের (খ্রিস্টীয় ১৪শ শতক) মনে করা হয়।
- মধ্যযুগের বাংলা সাহিত্যে চর্যাপদের পরেই শ্রীকৃষ্ণকীর্তনের স্থান।

- ১৩১৬ বঙ্গাব্দে (খ্রি. ১৯০৯) বসন্তরঞ্জন রায়বিদ্বদ্বল্লভ বাঁকুড়া জেলার বনবিষ্ণুপুরের কাঁকিল্যা গ্রাম নিবাসী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের নিকট থেকে এর পুথি আবিষ্কার করেন

- পুথিটির মাঝখানের এবং শেষের কয়েকটি পত্র না থাকায় এর নাম জানা যায়নি।
- তাই এর বিষয়বস্ত্ত কৃষ্ণলীলাবিষয়ক বলে নাম রাখা হয়েছে শ্রীকৃষ্ণকীর্তন।
- ১৩২৩ বঙ্গাব্দে (১৯১৬) এই নামে বসন্তরঞ্জনের সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষৎ থেকে পুথিটি মুদ্রিত হলে গবেষক মহলে আলোড়নের সৃষ্টি হয় এবং বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ সম্পর্কে গবেষণার নতুন দ্বার উন্মোচিত হয়।
- পুথিটি থেকে বাংলা লিপির বিবর্তন সম্পর্কেও অনেক ধারণা পাওয়া যায়।

- শ্রীকৃষ্ণকীর্তন গীতি-আলেখ্য। রাধাকৃষ্ণের প্রণয়লীলা এর বিষয়বস্ত্ত। মোট ১৩ খন্ডে ৪১৮টি পদে এটি বিন্যস্ত।
- খন্ডগুলি: জন্মখন্ড, তাম্বূল খন্ড, দানখন্ড, নৌকাখন্ড, ভারখন্ড, ছত্রখন্ড, বৃন্দাবন খন্ড, কালীয়দমন খন্ড, যমুনা খন্ড, হারখন্ড, বাণখন্ড, বংশীখন্ড ও বিরহখন্ড (রাধাবিরহ)।
- শ্রীকৃষ্ণকীর্তনের মূল কাহিনী ভাগবত থেকে নেওয়া হলেও এতে বিভিন্ন পুরাণ এবং জয়দেবের গীতগোবিন্দের প্রভাব রয়েছে।

- কাব্যের প্রধান চরিত্র তিনটি কৃষ্ণ, রাধা ও বড়াই (দূতী)।
- কাব্যের চরিত্র-মধ্যে ঘাত-প্রতিঘাত আছে; বাক-বিতন্ডা, রাগ-দ্বেষ ইত্যাদি আছে।
2, 3 এবং 4 দ্বারা তিন অংকের বিজোড় সংখ্যাগুলো হল ২৪৩ এবং ৪২৩
৩০ লিটার মিশ্রণে এসিড ও পানির অনুপাত = ৭ : ৩
অনুপাতগুলোর সমষ্টি = ৭ + ৩ = ১০

এসিডের পরিমাণ = {৩০ এর (৭/১০)} = ২১ লিটার
এবং পানির পরিমাণ = {৩০ এর (৩/১০)} = ৯ লিটার

ধরি,
ক লিটার পানি মিশ্রিত করলে অনুপাত ৩ : ৭ হবে।

শর্তমতে,
 ২১ : (৯ + ক) = ৩ : ৭
বা, ২১/(৯ + ক) = ৩/৭
বা, ২৭ + ৩ক = ১৪৭
বা, ৩ক = ১৪৭ - ২৭
বা, ৩ক = ১২০
বা, ক = ১২০/৩
  ∴ ক = ৪০







- কোনো কিছু অধিক পচন্দনীয় অর্থে preferable এর পরে preposition হিসেবে to বসে।
- Milk is preferable to tea- চায়ের থেকে দুধ বেশী পছন্দনীয়।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন


hardly/scarcely-খুব কমই
very often-খুব প্রায়ই
positively-ইতিবাচকভাবে
frequently- ঘন ঘন 





- কোনো কিছুর জন্য সাগ্রহে প্রতীক্ষা করা' অর্থে look forward to এর পরে gerund (v + ing) বসে।
- I am looking forward to seeing you- আমি তোমাকে দেখার জন্য সাগ্রহে প্রতিক্ষা করছি।
at stake now = সঙ্কটাপন্ন । উল্লিখিত বাক্যটি
ঘটমান বর্তমান কালর। তাই এখনে present indefinite
 tense হবে এবং  mankind এর পর সবসময় singular
 verb  হবে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন



• Sub+wish থাকলে assertive sentence হয়।

• শুধু wish দিয়ে শুরু হলে Optative Sentence হয়।

• if + wish এবং শেষে! থাকলে Exclamatory Sentence হবে।

- এটি দেখতে assertive sentence মনে হচ্ছে, কিন্তু এটি দোয়া বা আর্শিবাদ মুলক বাক্য।






- After এর পূর্বে past indefinite tense এবং পরে past perfect tense হয়।
- যেমনঃ I remembered him after he had left.



ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- আপ্যায়নের উদ্দেশ্যে যে দাওয়াত পত্র তাকে নিমন্ত্রণ পত্র বলে।

- আমন্ত্রণ পত্র হলো এমন একটি পত্র যার মাধ্যমে কাউকে কোনো অনুষ্ঠানে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়।
- নিমন্ত্রণ শব্দটি "আমন্ত্রণ জানানো" এর অর্থ বহন করে।
- আপ্যায়নের অর্থ হলো "খাবার পরিবেশন করা"।
- সুতরাং, "নিমন্ত্রণ পত্র" হলো এমন একটি পত্র যার মাধ্যমে কাউকে খাবার পরিবেশনের উদ্দেশ্যে কোনো অনুষ্ঠানে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়।

অন্যান্য অপশনঃ
- আমন্ত্রণ পত্র: "আমন্ত্রণ" এবং "নিমন্ত্রণ" দুটি শব্দই একই অর্থ বহন করে। তবে, "নিমন্ত্রণ পত্র" ব্যবহার করা বেশি সাধারণ।
- মানপত্র: "মানপত্র" হলো এমন একটি পত্র যার মাধ্যমে কাউকে সম্মান জানানো হয়।
- অভিনন্দন পত্র: "অভিনন্দন পত্র" হলো এমন একটি পত্র যার মাধ্যমে কাউকে অভিনন্দন জানানো হয়।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0