কতজন ছাত্রকে ১২৫ টি আম ও ১৪৫ টি লিচু সমান ভাগে ভাগ করে দেয়া যাবে?
A ৫ জন
B ১০ জন
C ১৫ জন
D ২৫ জন
Solution
Correct Answer: Option A
১২৫ ও ১৪৫ এর গ.সা.গু-ই হবে নির্ণেয় ছাত্রের সংখ্যা।
এখন,
১২৫ = ৫ × ৫ × ৫
১৪৫ = ৫ × ২৯
১২৫ ও ১৪৫ এর গ. সা. গু = ৫
∴ ৫ জন ছাত্রকে ১২৫ টি আম ও ১৪৫ টি লিচু সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে।