ডেসকো সহকারী কমপ্লেইন সুপারভাইজার -২০১৯ (Exam taker -IBA) (69 টি প্রশ্ন )
HTTPS - hypertext transfer protocol, এর পোর্ট হলঃ ৪৪৩, যখন S যুক্ত করা হয়, তখন এর একটা SSL (secure socket layer) যুক্ত করে দেওয়া হয়ে। তার মানে, প্রতি ডাটা encrypted করে আদান-প্রদান করা হয়।
কোস্টারিকা দেশটির নিজস্ব কোনও সেনাবাহিনী নেই, দেশটির সমস্ত নিরাপত্তার দায়িত্ব দেশটির পুলিশ বাহিনীর হাতে ন্যস্ত।
ভারতবর্ষে মুঘল সম্রাজ্যের প্রতিষ্ঠাতা : জহিরউদ্দীন মুহম্মদ বাবর ( (১৫২৬-১৫৩০) )
- বাবর জাতিতে : তুর্কি
- বাবরের পৈতৃক নিবাস : পরগানা (আফগানিস্তান) 
- বাবরের জন্ম বাবর : পরগনার আন্দিজান শহরে, ১৪৮৩ সালে।
- সিংহাসন আরোহন করেন : ১২ বছর বয়সে (পরগনার সিংহাসন)
- বাবর দিল্লীর সিংহাসনে বসেন : ১৫২৬ সালের ফেব্রুয়ারি মাসে
- ভারতবর্ষে কামানের ব্যবহার করেন : বাবর (ভারতবর্ষে প্রথমবারের মতো)
- বাবর রচিত আত্মজীবনীমূলক গ্রন্থের নাম (মোঘল শাসকদের মধ্যে তিনি প্রথম আত্মজীবনী লিখেন) : তুযুক-ই-বাবর/বাবুর নামা (তুর্কি/চাঘাতাই ভাষায় লিখিত)। এ জীবনী লিখতে তাকে উৎসাহিত করেন কবি মীর আলিশির নাভাই
- বাবর মারা যান : ১৫৩০ খ্রি: সমাহিত করা হয়- কাবুলে
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সাহসী ভূমিকা পালনের জন্য যে দুই নারী ‘বীরপ্রতীক’ খেতাব পেয়েছেন তাঁদের একজন ক্যাপ্টেন ডা. সিতারা রহমান৷ অন্যজন তারামন বিবি৷ বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধের অসামান্য অবদানের জন্য ৪টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করেছেন।

বাইনারি পদ্ধতিতে প্রতিটি অঙ্ককে বিট (Bit) বলা হয়। কম্পিউটার বাইনারি পদ্ধতির বেশ দ্রুত বুঝতে পারে । এই দুইটি অবস্থার একটি Logic Level এ 0; এর মানে OFF হিসেবে ধরা হয়। অন্যটি Logic Level এ 1; এর মানে ON হিসেবে ধরা হয়। যেমন ৫ এর বাইনারি হল- 0101
-বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) প্রতিষ্ঠিত হয় ১৯৭২ সালের ৫ ফেব্রুয়ারি। বিএসসি এ পর্যন্ত ৩৮টি জাহাজ সংগ্রহ করেছে। এর মধ্যে বাংলার দূত' অন্যতম। ১৯৮৮ সালে চীন থেকে জাহাজটি আমদানি করে বিএসসি। বর্তমানে ১৩টি জাহাজের মিশ্র বহর নিয়ে বিএসসি সমুদ্রপথে বিশ্বব্যাপী বাংলাদেশের পতাকা বহন করছে।
পলিনেশিয়া- সামোয়া, টোঙ্গা, টুভ্যালু, হাওয়াই (যুক্তরাষ্ট্র)।
মূল্য সংযোজন কর (মূসক) হচ্ছে কোন পণ্য বা সেবার ক্ষেত্রে তার উৎপাদন ও বণ্টনের প্রতিটি পর্যায় শেষে সংযোজিত মূল্যের ওপর শতকরা হারের কর। ১৯৯০ সনের মধ্য জুনের কিছু আগে মূল্য সংযোজন কর আইন ১৯৯০ (খসড়া) তৈরি করা হয়। উক্ত আইনের চূড়ান্ত রূপ তৎকালীন অস্থায়ী রাষ্ট্রপতি ৩১ মে ১৯৯১ তারিখে একটি অধ্যাদেশ হিসেবে জারি করেন। অধ্যাদেশের আটটি ধারা (যেগুলি মূসক পদ্ধতিতে নিবন্ধিত হওয়া এবং মূসক কর্তৃপক্ষের নিয়োগ ও ক্ষমতা সংক্রান্ত ছিল) ২ জুন ১৯৯১ থেকে এবং বাকি ধারাগুলি ১ জুলাই ১৯৯১ থেকে কার্যকরী করা হয়। জাতীয় সংসদে মূল্য সংযোজন কর বিল ১৯৯১ উত্থাপন করা হয় ১ জুলাই ১৯৯১ তারিখে এবং তা সংসদে পাস হয় ৯ জুলাই ১৯৯১ তারিখে। বিলটি পরদিন রাষ্ট্রপতির সম্মতি লাভ করে এবং মূল্য সংযোজন কর আইন ১৯৯১ হিসেবে কার্যকরী হয়।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
বাংলাদেশ সংবিধান ৮০(৩) -এ বলা হয়েছে, রাষ্ট্রপতির নিকট কোন বিল পেশ করিবার পর পনের দিনের মধ্যে তিনি তাহাতে সম্মতিদান করিবেন কিংবা অর্থবিল ব্যতীত অন্য কোন বিলের ক্ষেত্রে বিলটি বা তাহার কোন বিশেষ বিধান পুনর্বিবেচনার কিংবা রাষ্ট্রপতি কর্তৃক নির্দেশিত কোন সংশোধনী বিবেচনার অনুরোধ জ্ঞাপন করিয়া একটি বার্তাসহ তিনি বিলটি সংসদে ফেরত দিতে পারিবেন; এবং রাষ্ট্রপতি তাহা করিতে অসমর্থ হইলে উক্ত মেয়াদের অবসানে তিনি বিলটিতে সম্মতিদান করিয়াছেন বলিয়া গণ্য হইবে।
১৯৬০-এর দশকের শুরুতে ভিয়েতনাম যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়ে। প্যারিসে শান্তি চুক্তির লক্ষ্যে ১৯৬৯ থেকে ১৯৭৩ সালের মধ্যে প্রকাশ্যে কিংবা গোপনে বেশ কিছু বৈঠক অনুষ্ঠিত হয়। ভিয়েতনামের পক্ষ থেকে জুয়ান থুই, লি ডাক থো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী হেনরি কিসিঞ্জার। ২৩ জানুয়ারি, ১৯৭৩ সালে প্যারিসে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।

জি-৭ বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর সরকার প্রধানের জোটের নাম জি-৭। কানাডা, জার্মান ,ইতালি, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান। রাশিয়া এই জোটের অন্তর্ভুক্ত ছিল, ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার পদ স্থগিত হয়।
if year is not divisible by 4 then it is a common year
else if year is not divisible by 100 then it is a leap year
else if year is not divisible by 400 then it is a common year
else it is a leap year

2100 কে ৪ ও ১০০ দ্বারা ভাগ যায় তাই এটি leap year না, ২০২০ কে ৪ দ্বারা ভাগ করা যায় কিন্তু ১০০ দ্বারা ভাগ করা যায় না। তাই এটি leap year
হিমালয়ের পাদদেশে জেলাটির ভৌগলিক অবস্থান হওয়ায় পঞ্চগড়কে বলা হয় হিমালয় কন্যা। সাগর কন্যা বলা হয় কুয়াকাটাকে।
বাংলাদেশের সংবিধানের মূলনীতি চারটি। যথা- জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ

গুরুত্তপুর্ণ সংস্থার সদর দপ্তর সমূহঃ
• জেনেভা সদর দপ্তর - WHO, UNCTAD, UNHCR, UNHRC, IOM, WIPO, ILO, WMO, ITU, WTO
• রোম সদর দপ্তর - FAO, IFAD
• ওয়াশিংটন সদর দপ্তর - World Bank Group, IMF, GEF
• প্যারিস সদর দপ্তর - UNESCO
• নাইরোবি সদর দপ্তর - UNEP
• নিউইয়র্ক সদর দপ্তর - UNDP, UN Women, CEDAW, UNCDF, UNIFEM, DAW
• ভিয়েনা সদর দপ্তর - UNIDO, IAEA
• লন্ডন সদর দপ্তর - IMO
• গ্ল্যান্ড, সুইজারল্যান্ড সদর দপ্তর - WWF, IUCN
• বার্ন, সুইজারল্যান্ড সদর দপ্তর - UPU

প্রতিষ্ঠিত হয় : ১৯৭১ খ্রিস্টাব্দে। সদর দপ্তর : আমস্টারডাম, নেদারল্যান্ডস। এটি মূলত আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
নিষিদ্ধ শহর নামে পরিচিত - লাসা
শহর নিষিদ্ধ দেশ নামে পরিচিত- তিব্বত
সকাল বেলার শান্তি বলা হয় - উত্তর কোরিয়াকে
সূর্যোদয়ের দেশ হিসেবে পরিচিত - জাপান
 y সপ্তাহ=৭×y দিন
 yসপ্তাহ দিন=(৭y+y) দিন
         =৮y দিন।


( ৭×৮ +১) বা ৫৭ তম দিন সোমবার ।সুতরাং ৬১ তম দিন শুক্রবার । অতএব ৬১ তম দিনের পরের দিন শনিবার।


পানির উপরের অংশ {১-(০.১৫+০.৬৫)}
              =১-০.৮
               =০.২

অতএব ০.২ অংশ বাঁশ =৪ মিটার
          ১  অংশ বাঁশ   =(৪/০.২)
                            =২০ মিটার


প্রতিমাসে সঞ্চয় করেন=৫০০০ এর(২৪/১০০)
                           =১২০০ টাকা
অতএব ১২ মাসে সঞ্চয় করেন=(১২×১২০০)টাকা
                                   =১৪৪০০ টাকা
ছাত্র সংখ্যা হবে ৫,৮,এবং ২০ এর ল. সা. গু. অপেক্ষা ৪ বেশি।এখন ৫,৮,ও ২০ এর ল. সা. গু. =৪০
অতএব নির্ণেয় সংখ্যা =৪০+৪=৪৪


এখানে,BD2=BC2+CD2
     OR,BD2=y2+y2
     or,BD=√(2y2)  
          BD=√2y
১৫% কমিশনে,
  বইটি ক্রয় করা যাবে {১২০-১২০ এর (১৫/১০০) }
                        =(১২০-১৮) টাকায়
                        =১০২ টাকায়

অপশনে উল্লেখিত দেশগুলোর মধ্যে নেপাল ।ব্রুনেই এবং জাপান এশিয়া মহাদেশে অবস্থিত হলেও ইতালি ইউরোপ মহাদেশের অন্তর্গত। সুতরাং ইতালি অন্য দেশগুলো থেকে আলাদা।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0