সিভিল সার্জন এর কার্যালয়, পাবনা (স্বাস্থ্য সহকারি) - ১০.০৫.২০২৪ (100 টি প্রশ্ন )
- ‘পায়ে পড়া’ শব্দটি ‘খোশামুদে’ অর্থে ব্যবহার করা রীতিসিদ্ধ নয়।
- এটি প্রচলিত অর্থ থেকে বিচ্যুত, তাই এই ব্যবহারটি ভুল।

- ‘পায়ে পড়া’ বলতে সাধারণত বোঝানো হয় ক্ষমা প্রার্থনা করা বা অনুনয়-বিনয় করা, যা কোনো সংকটপূর্ণ পরিস্থিতিতে নিজের সম্মানবোধ ছাড়িয়ে গিয়ে অন্যের কাছে দয়া বা সহানুভূতি চাওয়ার অর্থ প্রকাশ করে।

- ‘খোশামুদে’ বলতে বোঝায় চাটুকারিতা করা বা প্রশংসার মাধ্যমে অন্যের অনুগ্রহ লাভের চেষ্টা করা, যা সম্পূর্ণ ভিন্ন অর্থ বহন করে।
১২ জন কৃষকের জমির ফসল কাটতে সময় লাগে ১৪ দিন
১ জন কৃষকের জমির ফসল কাটতে সময় লাগে ১৪ × ১২ দিন
২১ জন কৃষকের জমির ফসল কাটতে সময় লাগে (১৪ × ১২)/২১ দিন = ৮ দিন
০, ১, ২, ৫ দিয়ে গঠিত বৃহত্তম সংখ্যা = ৫২১০
০, ১, ২, ৫ দিয়ে গঠিত ক্ষুদ্রতম সংখ্যা = ১০২৫

পার্থক্য = ৫২১০ - ১০২৫
          = ৪১৮৫
দেওয়া আছে,
ΔABC এর ∠A = 40°, ∠B = 70°

∴ অপর কোণটি = 180° - (40° + 70°)
= 180° - 110°
= 70°

এখানে, সমান সমান কোণের বিপরীত বাহুগুলো সমান।
তাই, ΔABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ। 
ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত ৫ : ৬

ধরি,
ক্রয়মূল্য ৫ক টাকা
বিক্রয়মূল্য ৬ক টাকা

লাভ = ৬ক - ৫ক
      = ক টাকা

শতকরা লাভ = (ক/৫ক) × ১০০%
                 = ২০%
- তিনটি বাহু ও তিনটি কোণ এই ছয়টি হল ত্রিভুজের অঙ্গ

- সমকোণী ত্রিভুজের একটি কোণ এক সমকোণ, অন্য দুটি কোণের সমষ্টি এক সমকোণ।
- সূক্ষ্মকোণী ত্রিভুজের তিনটি কোণই সূক্ষ্মকোণ।
- সমদ্বিবাহু ত্রিভুজের যে কোন দুইটি বাহুর দৈর্ঘ্য সমান।
- সমবাহু ত্রিভুজে প্রতিটি বাহুর দৈর্ঘ্যে সমান এবং প্রতিটি কোণ পরস্পর সমান।
প্রতিক্ষেত্রে ২ দিয়ে ভাগ করে পাই- ১২৮, ৬৪, ৩২, ১৬, ৮, ৪, ২, ১ ,১/২ 
ছক্কায় বিজোড় সংখ্যা আছে ৩ টি এবং মোট সংখ্যা ৬ টি।
∴ সম্ভাবনা = ৩/৬
             = ১/২
০.৩
১/৩ = ০.৩৩
২/৫ = ০.৪
√.৩ = ০.৫৪ 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
আমরা জানি,
1 থেকে n  পর্যন্ত সংখ্যার যোগফল = n(n + 1)/2

১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল = {৯৯ × (৯৯ + ১)}/২
= (৯৯ × ১০০)/২
= ৯৯ × ৫০
= ৪৯৫০
বড় বাক্স = ১টি
মাঝারি বাক্স = ৪টি
ছোট বাক্স =৪ × ৪ = ১৬টি

সুতরাং মোট বাক্স আছে = ১ + ৪ + ১৬ = ২১টি
দেওয়া আছে,
দুইটি সংখ্যার গুণফল ১৫৩৬
সংখ্যা দুইটির ল.সা.গু ৯৬

আমরা জানি,
দুইটি সংখ্যার গুণফল = সংখ্যা দুইটির ল.সা.গু × গ.সা.গু
⇒ ১৫৩৬ = ৯৬ × গ.সা.গু
⇒ গ.সা.গু = ১৫৩৬/৯৬
∴ গ.সা.গু = ১৬
মেশিন তিনটি দ্বারা ১ ঘণ্টায় কাজ করা যায় যথাক্রমে ১/৫, ১/৬ ও ১/৭ অংশ।
সুতরাং, দুটি মেশিন সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে ১/৫ + ১/৬ অংশ
= (৬ + ৫)/৩০
= ১১/৩০ অংশ কাজ করা যায়।
খ এর বেতন ১০০ টাকা
ক এর বেতন ১৩৫ টাকা

১৩৫ টাকায় খ এর বেতন কম ৩৫ টাকা
১টাকায় খ এর বেতন কম ৩৫/১৩৫ টাকা
∴ ১০০ টাকায় বেতন কম (৩৫×১০০)/১৩৫
                             = ২৫.৯৩ টাকা
মূলধন P = ৯৬,
সুদ, I = ১৮
সুদের হার, r = (২৫/৪)%
= ২৫/(৪ × ১০০)
= ১/১৬

সরল মুনাফার ক্ষেত্রে, I = Pnr
∴ n = I/Pr
= ১৮/{৯৬ × (১/১৬)}
= ১৮/৬
= ৩
ধরি,
আসল P = ১০০ টাকা
সুদাসল A  = ১০০ × ৩ = ৩০০টাকা
সুদ I =(৩০০ - ১০০) টাকা = ২০০টাকা

আমরা জানি
I = Pnr
r = I/Pn
সুদের হার r = (১০০ × ২০০)/(১০০ × ১০)  
= ২০%
ধরি,
সরলরেখাটির দৈর্ঘ্য = x
সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গ = x2
সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গ = (x /2)2 বা, x2/4
একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের চারগুণ।
মনে করি,
দৈর্ঘ্য = x একক
প্রস্থ = y একক
তাহলে, ক্ষেত্রফল = xy বর্গ একক

২০% বৃদ্ধিতে, নতুন দৈর্ঘ্য = x + x এর ২০% = ৬x/৫ একক
এবং ১০% হ্রাসে, নতুন প্রস্থ = y - y এর ১০% = ৯y/১০ একক
∴ নতুন ক্ষেত্রফল = (৬x/৫) × (৯y/১০)
= ২৭xy/২৫ বর্গ একক

∴ ক্ষেত্রফল বৃদ্ধি = (২৭xy/২৫) - xy
= (২৭xy - ২৫xy)/xy
= ২xy/২৫

∴ শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি = {(২xy/২৫)/xy} × ১০০%
= ৮%
ত্রিভুজের ক্ষেত্রফল সমান = (১/২) × ভূমি × উচ্চতা
৮৪ = (১/২) × ভূমি × ১২
বা, ৮৪ = ভূমি × ৬
∴ ভূমি = ১৪ গজ

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
E-mail আবিষ্কৃত হয় ১৯৭১ সালে। 

- ই-মেইল (Electronic Mail) ঠিকানা হল ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করার একটি পরিচয় ।
- ই-মেইল ঠিকানা '@' চিহ্ন দ্বারা দুইভাগে বিভক্ত ।
- @ চিহ্নের আগের অংশ User name এবং পরের অংশটি হল Domain name. 
- ১৯৭২ সালে ই-মেইল ঠিকানায় সর্বপ্রথম @ চিহ্নটি ব্যবহৃত হয়। 
- ১৯৯১ সালে CDMA স্ট্যান্ডার্ড ব্যবহার করার মাধ্যমে দ্বিতীয় প্রজন্মের যাত্রা শুরু হয়।
- ট্রান্সমিশন কোয়ালিটি, সিস্টেম ক্যাপাসিটি এবং বিশাল এলাকাজুড়ে নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে দ্বিতীয় প্রজন্মের মোবাইল সিস্টেম চালু করা হয়।
- দ্বিতীয় প্রজন্মের মোবাইলের বৈশিষ্ট্য- ডিজিটাল মোবাইল নেটওয়ার্ক চালু, GSM পদ্ধতিতে ভয়েস ও ডেটা প্রেরণ, পেজিং সিস্টেমের ব্যবহার, ডিজিটাল পদ্ধতির রেডিও সিগন্যাল ব্যবহার, প্রিপেইড পদ্ধতি চালু, SMS (Short Message Service) ও MMS (Multimedia Message Serveice) সার্ভিস চালু ও মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট সার্ভিস চালু।
- গর্ভকালীন বিপদ চিহ্ন ৫টি।
- এগুলো হলো- রক্তস্রাব, খিচুনি, মাথা ব্যথা ও ঝাপসা দেখা, ভীষণ জ্বর ও বিলম্বিত প্রসাব।

অন্যদিকে,
মাথা ঘোরা, অতিরিক্ত বমি, শরীরে পানি আসা গর্ভের শিশুর নড়াচড়া ও শ্বাস নিতে সমস্যা হচ্ছে সাধারণ গর্ভকালীন চিহ্ন।
- লোহা ও তুলা দুটি সমান ভারী।
- চিরায়ত বলবিদ্যা বা নিউটনীয় বলবিদ্যা অনুসারে, ভৌত জগতের তিনটি মৌলিক রাশি হলো- ভর, স্থান, কাল।
- এই রাশিগুলোর মান সর্বজনীন।
- অর্থাৎ এগুলো পদার্থের উপাদান বা অন্য কোন ফ্যাক্টর এর উপর নির্ভর করে না।
- আর তাই মহাবিশ্বে যেকোন স্থানে যে কোন উপাদানে গঠিত ১ কেজি ভরের দুটি বস্তু সমান ভারী হবে।

- নাট্যাচার্য সেলিম আল দীন বাংলাদেশে 'গ্রাম থিয়েটার' এর প্রবর্তক।
- তিনি ১৯৮১-৮২ সালে নাট্য- নির্দেশক নাসির উদ্দীন ইউসুফকে সাথে নিয়ে সারাদেশে 'গ্রাম থিয়েটার' গড়ে তোলেন।
- তিনি ঢাকা থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন।
- নাট্য সাহিত্যে তিনি এথনিক থিয়েটারের উদ্ভাবনকারী এবং তাঁর শিল্পচিন্তার নাম ছিল 'কথানাট্য'।
- 'বিপরীত তমসায়', 'ঘুম নেই', 'মুনতাসির', 'কীত্তনখোলা', 'চাকা', 'হরগজ', 'হাতহদাই', 'ধাবমান', 'জন্ডিস ও বিবিধ বেলুন', 'পুত্র', 'বাসন', 'শকুন্তলা', 'কেরামতমঙ্গল', 'যৈবতী কন্যার মন' প্রভৃতি নাটকে তিনি লোকজ উপাদানের সাথে মিথ বা পুরাণকেও অসাধারণভাবে ব্যবহার করে নাটকে কবিতা, গান, গল্প ও নাট্যের সমন্বয় ঘটিয়েছেন চমৎকারভাবে।
- সম্প্রতি ভুটানের তরুণী কারমা দেমাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা প্রদান করে সুস্থ করা হয়।
- ১৯ জানুয়ারি, ২০২৪ সালে কারমার নাকে অস্ত্রোপচার হয়। তার শরীরের তরুণস্থি ও হাতের চামড়া নিয়ে নাক পুনর্গঠন করা হয়েছে।
- 'ভুটান বিশেষ অর্থনৈতিক অঞ্চল' কুড়িগ্রাম জেলায় নির্মিত হচ্ছে।

- উত্তরের সীমান্তবর্তী কুড়িগ্রাম জেলার সদর উপজেলায় ধরলা নদীর পাশে মাধবরাম গ্রামে গড়ে উঠতে যাচ্ছে 'ভুটান বিশেষ অর্থনৈতিক অঞ্চল'।
- বাংলাদেশ ও ভুটান সরকারের যৌথ উদ্যোগে কুড়িগ্রামে জিটুজি-ভিত্তিক প্রস্তাবিত 'ভুটান বিশেষ অর্থনৈতিক অঞ্চল' দ্রুত বাস্তবায়ন হবে।

- চর মাধবরাম এলাকায় ১৩৩ দশমিক ৯২ একর জমি ভুটানকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য বেজার কাছে হস্তান্তর করা হয়েছে।
- ২০১৫ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠের এক জনসভায় জেলায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার ঘোষণা দেন।
- এরই ধারাবাহিকতায় ভুটানের সঙ্গে যৌথ উদ্যোগে ধরলা নদীর পাড়ে এই বিশেষ অর্থনৈতিক অঞ্চল হচ্ছে।

সোর্স: ২৮ মার্চ ২০২৪, প্রথম আলো। 
- সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় দেশে বর্তমানে ১০ ধরনের টিকা দেয়া হয়।
- এগুলো হলো- যক্ষ্মা, হেপাটাইটিস বি, হিমোফাইলাস, নিউ রুবেলা ও ডিপথেরিয়া, হুপিংকাশি, ধনুষ্টংকার, পোলিও, হাম, নিউমোনিয়া।
- উল্লেখ্য, ১৯৭৯ সালের ৭ এপ্রিল (বিশ্ব স্বাস্থ্য দিবসে) দেশে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি শুরু হয়।
- বর্তমানে বাংলাদেশে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা দেয়া হচ্ছে।
- এর আওতায় ১০ থেকে ১৪ বছর বয়সী অর্থাৎ পঞ্চম থেকে নবম শ্রেণি পর্যন্ত মেয়ে শিক্ষার্থীরা বিনা মূল্যে এক ডোজ করে টিকা পাচ্ছে।
- এটি পরিচালনা করছে স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)।

উল্লেখ্য, ২০১৬ সালে সর্বপ্রথম গাজীপুরে এ টিকা দেয় হয়।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি হিসেবে শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয় ১৮ জানুয়ারি ,১৯৬৮ সালে।
- ২২ ফেব্রুয়ারি ,১৯৬৯ সালে আগরতলা মামলা প্রত্যাহার করা হলে তাকে মুক্তি দেওয়া হয় ।
- ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে রেসকোর্স ময়দানে এক বিশাল জনসভায় শেখ মুজিবুর রহমানসহ মামলায় অভিযুক্তদেড় এক গণসংবর্ধনা দেওয়া হয় এবং একই দিনে তোফায়েল আহমেদ শেখ মুজিবকে 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করেন ।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0