'শুনি নাই, রাখিনি সন্ধান' কবি সন্ধান রাখেন নি-

A সুখের

B যৌবনের

C বসন্তের

D দঃখের

Solution

Correct Answer: Option C

- সুফিয়া কামাল রচিত প্রথম কাব্য 'সাঁঝের মায়া (১৯৩৮)।
- এ কাব্যগ্রন্থের কবিতা 'তাহারেই পড়ে মনে'।
- অক্ষরবৃত্ত ছন্দে লেখা কবিতাটির পঙ্ক্তি- 'শুনি নাই, রাখিনি সন্ধান।'
- প্রকৃতিতে বসন্ত এসে গেছে। কিন্তু প্রিয় স্বামী হারিয়ে কবির মন বিষণ্ণ। তাই তিনি বসন্তের সন্ধান রাখেন নি।

তার রচিত কয়েকটি কাব্যগ্রন্থ হলো : 
- সাঁঝের মায়া, 
- মন ও জীবন,
- উদাত্ত পৃথিবী,
- অভিযাত্রিক,
- মোর যাদুদের সমাধি পরে,
- মায়া কাজল ইত্যাদি ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions