Gentle (নরম / কোমল / বিনম্র) এর antonym হলো Rude (অভদ্র / বর্বর)। Example: - Gentle: He spoke in a gentle tone, so everyone listened carefully. - Rude: He spoke in a rude manner, interrupting others and raising his voice.
- Data’ শব্দটি ল্যাটিন (Latin) ভাষা থেকে এসেছে। - ল্যাটিনে এর একবচন (singular) রূপ হলো “datum”, যার অর্থ “তথ্য” বা “একটি তথ্য”। - আর “data” হলো তার বহুবচন (plural) রূপ, যার অর্থ “তথ্যসমূহ” বা “বিভিন্ন তথ্য”।
উদাহরণ: - Singular: Each datum was carefully recorded. (প্রতিটি তথ্য সাবধানে নথিবদ্ধ করা হয়েছিল।) - Plural: All the data are stored in the computer. (সব তথ্য কম্পিউটারে সংরক্ষিত আছে।)
'ধূমকেতু' পত্রিকা: - কাজী নজরুল ইসলামের সম্পাদনায় প্রকাশিত হয় অর্ধসপ্তাহিক পত্রিকা ধূমকেতু (১৯২২)। - পত্রিকাটি সপ্তাহে দুবার প্রকাশিত হতো। - বিশের দশকে অসহযোগ ও খিলাফত আন্দোলনের ব্যর্থতার পর সশস্ত্র বিপ্লববাদের পুনরাবির্ভাবে ধূমকেতু পত্রিকার তাৎপর্যপূর্ণ অবদান ছিল। - এক অর্থে এ পত্রিকা হয়ে উঠেছিল সশস্ত্র বিপ্লবীদের মুখপত্র। - পত্রিকাটি প্রকাশিত হতো ‘কাজী নজরুল ইসলাম কল্যাণীয়েষু, আয় চলে আয়রে ধূমকেতু'। - ধূমকেতুর ২৬ সেপ্টেম্বর, ১৯২২ সংখ্যায় নজরুলের প্রচ্ছন্ন রাজনৈতিক কবিতা ‘আনন্দময়ীর আগমনে’ প্রকাশিত হলে ৮ নভেম্বর পত্রিকার ওই সংখ্যাটি নিষিদ্ধ করা হয়।
অন্যদিকে, - 'মাহে নও' একটি সচিত্র মাসিক পত্রিকা। ১৯৪৯ সালের এপ্রিল থেকে ১৯৭১ সালের নভেম্বর পর্যন্ত এটি নিয়মিত প্রকাশিত হয়। আবদুর রশিদ এর প্রথম প্রকাশক ও সম্পাদকের দায়িত্ব পালন করেন। - 'সওগাত' পত্রিকা - ১৩২৫ বঙ্গাব্দের (১৯১৮ সাল) অগ্রহায়ণ মাসে মোহাম্মদ নাসিরউদ্দীনের সম্পাদনায় কলকাতা থেকে এটি প্রকাশিত হয়। - কালিকলম সচিত্র মাসিক সাহিত্য পত্রিকা। প্রথম প্রকাশ বৈশাখ ১৩৩৩ (১৯২৬)। মুরলীধর বসু, শৈলেজানন্দ মুখোপাধ্যায় ও প্রেমেন্দ্র মিত্রের সম্পাদনায় কলকাতা, কলেজ স্ট্রিট মার্কেটের বরদা এজেন্সি থেকে প্রকাশিত।
• বিশ্ব পরিবেশ দিবস: - ১৯৭২ সালে সুইডেনের স্টকহোমে প্রথম পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন হয়। - এর নাম UN Conference on the Human Environment. - ১৯৭২ সালে এই সম্মেলন থেকে UNEP (United Nations Environment Program) গঠিত হয়। - এর সদর দপ্তর কেনিয়ার নাইরোবিতে। - এই সম্মেলন থেকে ৫ই জুন কে বিশ্ব পরিবেশ দিবস ঘোষণা করা হয়। - ১৯৭৩ সালে প্রথম বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়।
- পারস্য বর্তমানে ইরান নামে পরিচিতt; - পারস্যের নামকরণ 'ইরান' করা হয় ২১ মার্চ, ১৯৩৫ সালে। - পারস্য সভ্যতার ধর্ম ছিলো জরথুস্ত্র।;- জরথুস্ত্রের আর্বিভাব ঘটে খ্রিস্টপূর্ব সপ্তম শতকে। - জরথুস্ত্রবাদ ছিলো একেশ্বরবাদে বিশ্বাসী। বিশ্বের অন্যান্য ধর্মের উপর জরথ্রুস্ত্র ধর্মের ব্যাপক প্রভাব লক্ষ্য করা যায়। - পারস্যের সাসানীয় রাজবংশের সম্রাট আরদাশিরের সময় জরথুস্ত্র ধর্ম রাজকীয় মর্যাদা লাভ করে। - এদের প্রধান দেবতার নাম আছর মাজদা। ধর্মগ্রন্থের নাম জেন্দাবেস্তা।
• Correct sentence: A rich man purchased a stunning jewellery.
• প্রদত্ত sentence টিতে jewellery হলো Noun. - jewellery এর বর্ণনা করতে হলে adjective প্রয়োজন। - stunning হলো adjective, যার অর্থ: চমকপ্রদ, সুন্দর বা দৃষ্টিনন্দন। - যার বাংলা অর্থ: এক ধনী ব্যক্তি একটি চমকপ্রদ গহনা কিনলেন।
• উল্লিখিত বাকি অপশনগুলো, ক) stunned - past participle/ verb, অর্থ: হতবাক বা অবাক; jewellery এর জন্য উপযুক্ত নয়। গ) stun - verb, অর্থ: হতবাক করা; এখানে grammatically সঠিক নয়। ঘ) amazed - adjective, অর্থ: অবাক; jewellery এর সাথে সাধারণভাবে ব্যবহৃত হয় না।
- স্পেন দক্ষিণ-পশ্চিম ইউরোপের আইবেরিয়ান উপদ্বীপে অবস্থিত একটি দেশ। - এটি পৃথিবীর উত্তর এবং পূর্ব উভয় গোলার্ধে অবস্থিত। - স্পেনের সীমানা ৫টি দেশ দ্বারা বেষ্টিত: - দেশটির রাজধানী শহর- মাদ্রিদ। - স্পেনের বর্তমান সরকারী মুদ্রা হল ইউরো।
- বাংলাদেশের সর্বদক্ষিণে কুয়াকাটা সমুদ্র সৈকত এ জেলারই ঐতিহ্য বহনকারী বেলাভূমি। - অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সাগর কন্যা কুয়াকাটা। - একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত অবলোকন করার মনোমুগ্ধকর পর্যটন স্পট। - কুয়াকাটা সমুদ্র সৈকত পটুয়াখালি জেলায় অবস্থিত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত অবলকন করা যায়।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
উল্লেখ্য, - চীনের উত্তরপশ্চিমাঞ্চলীয় একটি প্রদেশের নাম “জিনজিয়াং”। - জিনজিয়াং এর রাজধানী হলো উরুমকি। - উইঘুর এবং হানা সম্প্রদায়ের বসবাস হলো জিনজিয়াং প্রদেশে।
চীন: - চীন পূর্ব এশিয়ার একটি বৃহত্তম দেশ। - এর আয়তন প্রায় ৩৬৯৬,০৯৭ বর্গ মাইল (৯,৫৭২,৯০০ বর্গ কিমি)। - দেশটির রাজধানী বেইজিং। দেশের মুদ্রা হলো ইউয়ান।
সূত্র: Amnesty International, Human Rights Watch, ব্রিটানিকা, কাউন্সিল অন ফরেন রিলেশন ওয়েবসাইট
সাধু ভাষারীতির বৈশিষ্ট্য: - সাধু ভাষার রূপ অপরিবর্তনীয়। অঞ্চলভেদে বা কালক্রমে এর কোনো পরিবর্তন হয় না। - সাধু ভাষারীতিতে তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার বেশি বলে এ ভাষায় এক প্রকার আভিজাত্য ও গাম্ভীর্য আছে। - এ ভাষারীতি ব্যাকরণের সুনির্ধারিত নিয়ম অনুসরণ করে চলে। এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট। - সাধু ভাষারীতি শুধু লেখায় ব্যবহার হয়। তাই কথাবার্তা, বক্তৃতা, ভাষণ ইত্যাদির উপযোগী নয়। - সাধু ভাষারীতিতে সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহৃত হয়।
উৎস: অষ্টম শ্রেণির ব্যাকরণ বই এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
কর্মকারক: - যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্মকারক বলে। - কর্ম দুই প্রকার: মুখ্য কর্ম, গৌণ কর্ম। - যেমন: বাবা আমাকে (গৌণ কর্ম) একটি কলম (মুখ্য কর্ম) কিনে দিয়েছেন। - সাধারণত মুখ্য কর্ম বস্তুবাচক ও গৌণ কর্ম প্রাণিবাচক হয়ে থাকে।
• কর্মকারকে বিভিন্ন বিভক্তির ব্যবহার:
প্রথমা বা শূন্য বা অ বিভক্তি- - ডাক্তার ডাক। - আমাকে একখানা বই দাও। - রবীন্দ্রনাথ পড়লাম। - নজরুল পড়লাম।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণি ( ২০১৮ সংস্করণ)।
- বগাকাইন হ্রদ বা বগা লেক বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতার স্বাদু পানির একটি হ্রদ। - বান্দরবান শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে বগা লেকের অবস্থান কেওকারাডং পর্বতের গা ঘেষে, রুমা উপজেলায়।
• দেশের অন্যান্য লেকসমূহ হলো: - কাপ্তাই লেক: রাঙামাটি - - বগা লেক: বান্দরবান - মহামায়া লেক: চট্টগ্রাম - ফয়'স লেক: চট্টগ্রাম - ভাটিয়ারি লেক: চট্টগ্রাম।
বাংলাদেশ সর্বপ্রথম বৃটিশ কমনওয়েলাথের সদস্যপদ লাভ করে।
কমনওয়েলথ (Commonwealth): - প্রতিষ্ঠিত হয়: ১৯৪৯ সালে। - বর্তমান সদস্য ৫৬টি। - সদরদপ্তর: মার্লবোরো হাউস, লন্ডন। - এ সংস্থার মূল লক্ষ্য হল কমনওয়েলথভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা সমৃদ্ধি করা। - ব্রিটেনের রাজা বা রানী হলেন এ সংস্থার প্রধান। - বাংলাদেশ এর ৩২তম সদস্য দেশ হিসেবে ১৮ এপ্রিল, ১৯৭২ সালে যোগ দেয়। - বাংলাদেশ কমনওয়েলথের সদস্য পদ লাভ করে ১৮ এপ্রিল, ১৯৭২ সালে ৩৪তম দেশ হিসেবে। বাংলাদেশ কমনওয়েলথের সদস্য হওয়ায় কমনওয়েলথ ত্যাগ করেছিল পাকিস্তান পরবর্তীতে ১৯৮৯ সালে পুনরায় যোগদান করে। - বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর সদস্য পদ লাভ করে- ১৭ মে, ১৯৭২। - বাংলাদেশ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO)- ১২ নভেম্বর, ১৯৭৩। - বাংলাদেশ জাতিসংঘের ২৯ তম অধিবেশনে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর সদস্যপদ লাভ করে।
অনুজ্ঞাবাচক বাক্য: - যে বাক্যে আদেশ, অনুরোধ, প্রার্থনা, উপদেশ, নিষেধ ইত্যাদি অর্থ প্রকাশ পায় তাকে অনুজ্ঞাবাচক বাক্য বলে।
যেমন- - তাঁর মঙ্গল হোক। - সদা সত্য কথা বলবে।
অন্যদিকে, বিবৃতিবাচক বাক্য: সাধারণভাবে কোনো বিবরণ প্রকাশ পায় যেসব বাক্যে, সেগুলোকে বিবৃতিমূলক বাক্য বলে। - বিবৃতিবাচক বাক্য ইতিবাচক বা নেতিবাচক হতে পারে। যেমন, - আমরা রোজ বেড়াতে যেতাম। - তারা তোমাদের ভোলেনি।
প্রশ্নবাচক বাক্য: বক্তা কারো কাছে কিছু জানার জন্য যে ধরনের বাক্য বলে, সেগুলো প্রশ্নবাচক বাক্য। যেমন, - তোমার নাম কী? - সুন্দরবনকে কোন ধরনের বনাঞ্চল বলা হয়?
আবেগবাচক বাক্য: কোনো কিছু দেখে বা শুনে আবাক হয়ে যে ধরনের বাক্য তৈরি হয়, তাকে আবেগবাচক বাক্য বলে। যেমন, - দারুণ ! আমরা জিতে গেছি। - অত উঁচু পাহাড়ে উঠে আমি তো ভয়েই মরি !
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি ( সংস্করণ- ২০২১)।
মালদ্বীপ: - এশিয়ার ক্ষুদ্রতম দেশ হল মালদ্বীপ। - এর আয়তন প্রায় ১১৬ বর্গ মাইল। - ভারতীয় উপমহাদেশের দক্ষিণ-পশ্চিমের দেশ মালদ্বীপ। - এটি ১২ শতাধিক ছোট দ্বীপ নিয়ে গঠিত। - মালদ্বীপ দক্ষিণ এশীয় আঞ্চলিক জোট সার্কের সদস্য। - মালদ্বীপ বিশ্বের সবচেয়ে নিচু দেশ। - দ্বীপ রাষ্ট্রটির অর্থনীতি মূলত পর্যটন নির্ভর। - এ দেশের সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ উচ্চতা মাত্র দুই দশমিক তিন মিটার। - রাজধানী: মালে। - ভাষা: দিভেহী ও ইংরেজি। - পার্লামেন্ট: পিপলস মজলিস। - মুদ্রা : মালদ্বীপীয় রুপাইয়া। - মালদ্বীপের আইনসভা এককক্ষবিশিষ্ট।
• "যত শীঘ্র তত ভালো" এর ইংরেজী অনুবাদ - The sooner, the better.
- প্রবাদ বাক্যের ক্ষেত্রে শব্দের পরিবর্তন করা যায় না বা কোন শব্দের পরিবর্তে তার সমার্থক শব্দ ব্যবহার করা যায় না। - তাই যেটি প্রচলিত প্রবাদ সেটিই সঠিক হবে।
• স্ক্যানার এক ধরনের- ইনপুট ডিভাইস (Input Device)।
পেরিফেরালস: - পেরিফেরাল হলো কম্পিউটার সংযুক্ত অতিরিক্ত ডিভাইস যা নির্দিষ্ট কাজের জন্য ব্যবহৃত হয়। - পেরিফেরালের সাহায্যে কম্পিউটারে উপাত্ত ও নির্দেশ প্রদান, কম্পিউটার হতে ফলাফল গ্রহণ এবং ফলাফল সংরক্ষণ করা হয়। যেমন: প্রিন্টার, প্লটার ডিস্ক, ডিস্ক ড্রাইভ, সিডি-রম ইত্যাদি।
১। ইনপুট ডিভাইস (Input Device): - যেসব ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে ডাটা বা তথ্য ইনপুট বা কমান্ড দেওয়া যায়, সেগুলোকে ইনপুট ডিভাইস বলে। যেমন: কীবোর্ড, মাউস, স্ক্যানার, OMR, OCR ইত্যাদি।
২। আউটপুট ডিভাইস (Output Device): - যেগুলোর মাধ্যমে কম্পিউটার থেকে ডাটা/তথ্য বা যেকোনো কিছু আউটপুট নেওয়া যায়, সেগুলোকে আউটপুট ডিভাইস বলে। যেমন: মনিটর, প্রিন্টার, প্রজেক্টর, স্পিকার, প্লটার ইত্যাদি।
৩। ইনপুট-আউটপুট ডিভাইস (Input-Output Device): - এছাড়াও আরও কিছু পেরিফেরাল রয়েছে যা ইনপুট-আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে। যেমন: হেডফোন, ডিজিটাল ক্যামেরা, মডেম, টাচ স্ক্রিন ইত্যাদি।
উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযিক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)- নবম-দশম শ্রেণি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
- লিনাক্সের কোনাে একক মালিক নেই। - একে ওপেন সাের্স অপারেটিং সিস্টেম বলে। - ইউনিক্স অপারেটিং সিস্টেম নিয়ে কাজ করার সময় ফিনল্যান্ডের যুবক লিনাস টারবােন্ডাস লিনাক্স অপারেটিং সিস্টেমটির উদ্ভাবন করেন যা ইন্টারনেটের মাধ্যমে বিনামূল্যে বিতরণ করা হয় । - উন্মুক্ত সাের্স কোর্ড ভিত্তিক এ অপারেটিং সিস্টেমের বিভিন্ন সংস্করণ ব্যক্তিগত ও বাণিজ্যিকভাবে বাজারে পাওয়া যাচ্ছে। - এগুলাের মধ্যে রেডহ্যাট লিনাক্স, ক্যালডেরা, ফেডােরা, উবুন্টু সর্বাধিক জনপ্রিয়। - লিনাক্স অপারেটিং সিস্টেমের চিত্রভিত্তিক ও বর্ণভিত্তিক দুটো ভার্সনই বাজারে পাওয়া যায়।
উৎসঃ কম্পিউটার অ্যাপ্লিকেশন, ৯ম-১০ম শ্রেণি (ভোকেশনাল, ২০২১ সংস্করণ)
এখন, বিক্রয়মূল্য ১১০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/১১০ টাকা বিক্রয়মূল্য ১১ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ১১)/১১০ টাকা = ১০ টাকা
• Affirmative থেকে Exclamatory করার নিয়ম - - প্রথমে What (a/an)/ How বসে+ Adjective বসে+ Subject বসে+ Verb বসে + বাকী অংশ (যদি থাকে) বসে+ note of exclamation (বিশ্বয়কর চিহ্ন বসে)। - Adjective এর পূর্বে a/an থাকলে what a/an বসে এবং Adjective এর পূর্বে a/an না থাকলে how বসে।
• Assertive sentence: This is a very peaceful place. • Exclamatory sentence: What a peaceful place this is!
• Correct answer: This is the playground where football match will be held.
• Relative adverb: - যখন দুটি sentence কে যুক্ত করার জন্য ব্যবহার করা হয় তখন তাকে Relative adverb বলে। - এক্ষেত্রে adverb ও conjunction এই দুটি parts of speech এর কাজ করে। - এখানে where হলো relative adverb, যা দ্বারা দুইটি বাক্যকে যুক্ত করেছে। - এখানে where দ্বারা কোন প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য ব্যবহার করা হয় নি। - Where দ্বারা এখানে the playground কে নির্দেশ করা হয়েছে।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।