কোনটি  ভাব­সম্প্রসারেণ হুবহু ব্যবহৃত হওয়া উচিত নয়?

A তথ্য

B উপমা

C অলঙ্কার

D মূল ছত্র

Solution

Correct Answer: Option D

- ভাব-সম্প্রসারণের মূল উদ্দেশ্য হলো একটি নির্দিষ্ট ভাব বা বাণীর গভীর অর্থ ব্যাখ্যা করা।
- ভাব-সম্প্রসারণে মূল ছত্রের আক্ষরিক অর্থের পাশাপাশি তার অন্তর্নিহিত ভাবসত্যকেও তুলে ধরতে হয়। এজন্য মূল ছত্রকে হুবুহু ব্যবহার করলে তা ভাব-সম্প্রসারণের উদ্দেশ্য পূরণ হয় না।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions