A তিনি স্বস্ত্রীক বিদেশে গেছেন
B ‘শেষের কবিতা’ একেখানি উৎকৃষ্ট কাব্যগ্রন্থ
C সকল ছাত্রই অমনোযোগী নয়
D পরবর্তীতে তার সাথে আমার আর সাক্ষাৎ হয়নি
Solution
Correct Answer: Option D
-পরবর্তীতে তার সাথে আমার আর সাক্ষাত হয় নি - বাক্যটি সঠিক।
-এখানে সাধু রীতি বা চলিত রীতির মিশ্রণ ঘটে নি, শুধু চলিত রীতি ব্যবহার করা হয়েছে, তাই বাক্যটি গুরুচণ্ডালী দোষ মুক্ত। আবার তৎসম এবং বাংলা শব্দের মিশ্রণ হয় নি, তাই বাহুল্য দোষমুক্ত।
অশুদ্ধ বাক্যগুলোর শুদ্বরূপঃ
তিনি স্বস্ত্রীক বিদেশে গেছেন। এখানে স্ব অর্থ নিজ
এর শুদ্ব বাক্য 'তিনি সস্ত্রীক বিদেশে গেছেন' । এখানে 'স' অর্থ হল সহ, সাথে ইত্যাদি।