কোন উপাদানের ঘাটতি থেকে ডায়াবেটিস রোগ হয়?
A হিমোগ্লোবিন
B বিলিরুবিন
C ইনসুলিন
D গ্লাইকোজেন
Solution
Correct Answer: Option C
অগ্ন্যাশয় থেকে নিঃসৃত ইনসুলিন হচ্ছে এমন এক ধরনের হরমােন যা রক্তে গুকোজের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। কোনাে কারণে রক্তে ইনসুলিন সরবরাহ কমে গেলে গ্লুকোজের বিপাক ক্রিয়া বিঘ্নিত যার ফলে ডায়াবেটিস রােগ হয়।