একজন সাধারণ মানুষের দেহে কত টুকরা হাড় থাকে?

A ২০৫

B ২০৬

C ২০৭

D ২০৮

Solution

Correct Answer: Option B

- একজন সাধারণ মানুষের দেহে ২০৬ টি অস্থি থাকে।
- তবে একটি শিশু যখন জন্ম নেয় তখন তার দেহে ২৭০ থেকে ৩৫০ টি অস্থি থাকে।

- মানবদেহের ২০৬ টি অস্থির সংখ্যাবিন্যাস-করোটিতে ২২টি, মেরুদণ্ডে ৩৩টি, কাঁধে ৪টি, বক্ষপিঞ্জরে ২৪টি, উরু ফলক ১টি, দুই ঊর্ধ্ব বাহুতে ৬০টি, শ্রোণীচক্রে ২টি, দুই পায়ে ৬০টি, মোট ২০৬টি। 
- অস্থি মূলত ফসফরাস, সোডিয়াম, পটাশিয়াম এবং ক্যালসিয়ামের বিভিন্ন যৌগ দিয়ে তৈরি। 
- অস্থিতে ৪০ থেকে ৫০ ভাগ পানি থাকে 
- অস্থির বৃদ্ধির জন্য ভিটামিন ডি এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার প্রয়োজন। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions