Solution
Correct Answer: Option B
- লেডি উইথ দি ল্যাম্প উপাধি ফ্লোরেন্স নাইটিঙ্গেলের
- আধুনিক সেবিকাবৃত্তির ক্ষেত্রে অগ্রপথিক ও আর্তমানবজার সেবায় নিবেদিতপ্রাণ ফ্লোরেন্স নাইটিঙ্গেল।
- জন্ম ইতালির ফ্লোরেন্স শহরে।
- ক্রিয়ার যুদ্ধে আহত সৈনিকদের সেবা শুশ্রূষা করে অদের আস্থা অর্জন করেন। ফলে সৈনিকরা তাকে এ উপাধিতে ভূষিত করেন।