Solution
Correct Answer: Option A
তামাবিল হচ্ছে বাংলাদেশের সিলেট অঞ্চলের সীমান্তবর্তী একটি এলাকা।
যা জাফলং যাবার ৪ কিলোমিটার আগে অবস্থিত।
এখান থেকে ভারতের পাহাড়, ঝর্ণা ছাড়াও অনেক দর্শনীয় স্থান অবলোকন করা যায়।
তামাবিলের সবচেয়ে কাছের নদীটির নাম তাইরঙ্গল।