Solution
Correct Answer: Option C
কিছু গুরুত্বপূর্ণ সূত্রঃ
১. আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল = (দৈর্ঘ্য × প্রস্থ) বর্গ একক
২. আয়ত ক্ষেত্রের পরিসীমা, s = ২(দৈর্ঘ্য + প্রস্থ) একক
৩. আয়ত ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, d = √a²+b² বর্গ একক
৪. আয়ত ঘনবস্তুর আয়তন = (দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা) ঘন একক
৫. বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল, a = বাহু² বা a² বর্গ একক
৬. বর্গ ক্ষেত্রের পরিসীমা, s = 4a একক
৭. বর্গ ক্ষেত্রের কর্ণ, d = √2a একক
৮. ত্রিভূজ ক্ষেত্রের ক্ষেত্রফল = (½) × ভূমি × উচ্চতা একক
৯. সামন্তরিকের ক্ষেত্রের ক্ষেত্রফল = (ভূমি × উচ্চতা) বর্গ একক
১০. ঘনকের আয়তন= দৈর্ঘ্য³ ঘন একক
১১. ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল = ৬ × দৈর্ঘ্য² বর্গ একক
১২. ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল = ½ (সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল × সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব)।
১৩. রম্বসের ক্ষেত্রফল = ½ × কর্ণদ্বয়ের গুণফল
= ½ d1d2 বর্গ একক।