Solution
Correct Answer: Option A
পোস্টাল কোড একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ । নিজের ঠিকানার পূর্ণতা দান করতে পোস্টাল কোডের কোন বিকল্প নেই।এছাড়া শেয়ার বাজারের স্টক হোল্ডারদের এনুয়াল রিপোর্ট/প্রসপেক্টাস পোস্টাল কোড অনুসারে ডাক বক্সএ এসে থাকে। আবার অনেক সময় চাকরির ইন্টারভিউর তারিখ/সময়, এপইন্টমেন্ট লেটার ইত্যাদি ডাক যোগে প্রেরন করা হয়। বিভিন্ন সময়ে আমাদের চিঠি আদান প্রদান ও দাপ্তরিক কাজে পোস্টাল কোড ব্যবহার করতে হয়।
- বঙ্গবন্ধু পোস্টাল মিউজিয়াম খুলনা স্থাপিত।
- বাংলাদেশ পোস্টাল একাডেমি রাজশাহীতে অবস্থিত। এটি ১৯৮২ সালে স্থাপিত হয়। ১৯৮৬ সালে এটি বর্তমান রূপ ও ঠিকানা লাভ করে।
- পোষ্টাল ভোটিং কি? এটাও জেনে রাখুনঃ যখন কোন দেশের জনগণ কোন কারণে নিজ এলাকার ভোট কেন্দ্রে না গিয়ে ডাকযোগে ব্যালট পেপারে তার পছন্দনীয় প্রার্থীকে ভোট প্রদান করে ডাকযোগে ব্যালট পাঠানো হয় তখন তাকে পোস্টাল ভোটিং বলে। বাংলাদেশের আরপিও ধারা ২৭ ও ভোটার তালিকা আইনের ৮ম ধারা অনুযায়ী একজন নাগরিক চাইলে পোষ্টাল ভোটিং সুবিধা নিতে পারবেন।