সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?

A রূপতত্ত্বে

B বাক্যতত্ত্বে

C অর্থতত্ত্বে

D ধ্বনিতত্ত্বে

Solution

Correct Answer: Option D

সন্ধি ব্যাকরণের 'ধ্বণিতত্ত্বে' আলোচিত হয়। 
- রুপতত্ত্বে আলোচিত হয় : শব্দ , সমাস , প্রত্যয়, বিভক্তি, উপসর্গ। 
- বাক্যতত্ত্বে আলোচিত হয় : বাক্য, বাচ্য, উক্তি, যদি। 
- অর্থতত্ত্বে আলোচিত হয় : বাগধারা , এককথায় প্রকাশ , সমার্থক শব্দ, বিপরীত শব্দ ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions