Solution
Correct Answer: Option A
- ১৯২২ সালে ফ্রেডরিক গ্র্যান্ট বেন্টিং এবং চার্লস এইচ বেস্ট ডায়বেটিসের চিকিৎসায় ব্যবহৃত ইনসুলিন আবিষ্কার করেন।
- অন্যদিকে, পেনিসিলিন এক ধরনের এন্টিবায়োটিক, যা পেনিসিলিয়াম ছত্রাক থেকে আবিষ্কৃত হয়।
- ২৮ সেপ্টেম্বর, ১৯২৮ সালে অণুজীব বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেন।
- মার্চ, ১৯৪২ সালে মানুষের শরীরের উপযোগী হিসেবে পেনিসিলিন তৈরি করেন জার্মান বংশোদ্ভূত ইংরেজ প্রাণরসায়নবিদ আর্নেস্ট চেইন।
- এডওয়ার্ড জেনার গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন।