Solution
Correct Answer: Option B
- পিসিকালচার : মৎস্য চাষ বিদ্যা।
- এপিকালচার : মৌমাছি পালন বিদ্যা।
- এভিকালচার : পাখি পালন বিদ্যা।
- সেরিকালচার : রেশম চাষ বিদ্যা।
- প্রন কালচার : চিংড়ি চাষ বিষয়ক বিদ্যা।
- পার্ল কালচার : মুক্তা চাষ বিষয়ক বিদ্যা।
- ফ্রগ কালচার : ব্যাঙ চাষ বিষয়ক বিদ্যা।
- অ্যানিমাল হাজবেড্রি : গবাদি পশু পালন বিদ্যা।
- পোলট্রি ফার্মিং : হাঁস-মুরগীর পালন বিদ্যা।
- হর্টিকালচার : উদ্যান পালন বিদ্যা।
- পেস্ট কন্ট্রোল : বালাই নিয়ন্ত্রণ।