নিচের কোনটি প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ ?
A বাদী
B জেলেনী
C সভানেত্রী
D পেত্নী
Solution
Correct Answer: Option B
- নি-প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ:
- জেলে- জেলেনি;
- ধোপা- ধোপানি;
- বেদে- বেদেনি।
- বাদী- বাদিনী;
- সভাপতি- সভানেত্রী ।
- প্ৰেত্নী নিত্য স্ত্রীবাচক শব্দ।