নিচের কোন বাক্যটি শুদ্ধ ?‘

A কেবল মাত্র তুমি আসবে

B এতে আশ্চার্য হলাম

C বিবিধ জিনিস কিনলাম

D এ সংবাদে সন্তোষ হলাম .

Solution

Correct Answer: Option C

-'কেবল মাত্র তুমি যাবে' বাক্যটির শুদ্ধ রুপ কেবল 'তুমি যাবে'।
- 'এতে আশ্চার্য হলাম' বাক্যটির শুদ্ধরুপ 'এতে আশ্চর্য/ আশ্চর্যান্বিত হলাম'। 
- ' এ সংবাদে সন্তোষ হলাম' বাক্যটির শুদ্ধ রুপ ‘এ সংবাদে সন্তুষ্ট হলাম।’

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions