নিচের কোন তথ্যটি সঠিক?
(i)বৃত্তে স্পর্শক স্পর্শকবিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব।
(ii) অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ।
(iii)বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী।

A (i) ও (ii)

B (i) ও (iii)

C (ii) ও (iii)

D (i), (ii) ও (iii)

Solution

Correct Answer: Option D

- তিনটি তথ্যই সঠিক।
- এদের প্রত্যেকটি প্রামাণিত উপপাদ্য।

সুত্র- সাধারণ গণিত ৯ম-১০ম শ্রেনী (অধ্যায়-৮)
(i)বৃত্তে স্পর্শক স্পর্শকবিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব।[উপপাদ্য-২৫]
(ii) অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। [উপপাদ্য-২২]
(iii)বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী।[উপপাদ্য-১৮]

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions