পাঁচটি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে 5, 10, 15, 20 & 25 সেকেণ্ড অন্তর বাজতে লাগল,কতক্ষণ পর ঘন্টাগুলো পুনরায় একত্রে বেজে উঠবে?
Solution
Correct Answer: Option A
সংখ্যাগুলোর ল.সা.গু ই হবে নির্ণেয় সময়।
২|৫,১০,১৫,২০,২৫
৫| ৫,৫,১৫,১০,২৫
১,১,৩,২,৫
∴ল.সা.গু = ২×২×৩×৫×৫
= ৩০০ সেকেন্ড
= ৫ মিনিট