আয়াতাকার একটি ক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য ১২ মিটার বড় এবং ক্ষেত্রটির পরিসীমা ১৩৬ মিটার হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ কত ?
Solution
Correct Answer: Option B
প্রস্থ x মি. ,দৈর্ঘ্য (x + ১২) মি.
শর্তমতে, ২( x + ১২ + x) = ১৩৬
বা, ২x + ১২ = ৬৮
বা, ২x = ৫৬
∴ x = ২৮
∴ প্রস্থ ২৮ মি.
এবং দৈর্ঘ্য (২৮ + ১২) বা ৪০ মি.